দুর্দান্ত অফার! গ্রাহক টানতে নতুন প্ল্যান আনল Vodafone Idea

নয়াদিল্লি: দেশের মোবাইল সংস্থাগুলির মধ্যে পরিষেবা নিয়ে চলছে প্রতিযোগিতা। Vodafone Idea দেশের বিভিন্ন প্রান্তে প্রিপেইড পরিষেবা বাড়ানোর জন্য কোমর বেঁধে ময়দানে নেমেছে। গ্রাহকদের মাত্র ৩৯৯ টাকায় 'Digital Exclusive' প্রিপেইড প্ল্যান অফার করছে তারা। তবে এর জন্য কোম্পানির ওয়েবসাইট থেকে সিম কার্ড অর্ডার করতে হবে।

3 stocks recomended

নয়াদিল্লি: দেশের মোবাইল সংস্থাগুলির মধ্যে পরিষেবা নিয়ে চলছে প্রতিযোগিতা। Vodafone Idea দেশের বিভিন্ন প্রান্তে প্রিপেইড পরিষেবা বাড়ানোর জন্য কোমর বেঁধে ময়দানে নেমেছে। গ্রাহকদের মাত্র ৩৯৯ টাকায় ‘Digital Exclusive’ প্রিপেইড প্ল্যান অফার করছে তারা। তবে এর জন্য কোম্পানির ওয়েবসাইট থেকে সিম কার্ড অর্ডার করতে হবে।

বর্তমানে প্রতিযোগী প্রায় সব টেলিকম সংস্থার First Recharge বা FRC প্ল্যান রয়েছে। কিন্তু প্রতিটিই খরচ সাপেক্ষ। সেখানে Vodafone Idea খুবই কম টাকায় ফার্স্ট রিচার্জ অফার করছে। শুধু যে ৩৯৯ টাকার প্ল্যান রয়েছে, তা নয়। Vodafone Idea-র অন্য FRC প্ল্যানও রয়েছে। সেগুলি হল- ৯৭, ১৯৭, ২৮৭, ৪৯৭ এবং ৬৪৭ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান। তবে ৩৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে প্রায় সব সুবিধাই দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি মূলত নতুন গ্রাহকদের জন্য। কিন্তু Vodafone Idea-র আগের গ্রাহকরাও এই সুবিধা পাবেন।

৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। এক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন ৩ GB করে ডেটা পাবেন। অর্থাৎ ৫৬ দিনে গ্রাহকেরা ১৬৪ GB নেট পাবেন। কিন্তু রিটেল স্টোর থেকে Vodafone Idea সিম কিনলে এই অফার পাওয়া যাবে না। সেক্ষেত্রে প্রথমে তাঁদের অন্য কোনও প্ল্যান নিতে হবে। পরে এই প্ল্যানে ট্রান্সফার করতে হবে।

সংস্থার ওয়েবসাইট থেকে গ্রাহকেরা নতুন Vodafone Idea সিম কিনলে ৩৯৯ টাকার এই প্রিপেইড অফার। কোম্পানির তরফে জানানো হয়েছে, গত ৩ দিনে প্রায় ৩ লক্ষ গ্রাহক পেলেছে Vodafone Idea। নতুন এই প্রিপেইড প্ল্যান নিয়ে আগ্রহ দেখিয়েছেন গ্রাহকরা। ডেটা ছাড়া Vodafone Idea-র এই প্ল্যানে গ্রাহকরা রোজ ১০০টি SMS ফ্রি-তে পাবেন। এছাড়া থাকবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই দামের কাছাকাছিই Vodafone Idea আর একটি প্রিপেইড প্ল্যান অফার করছে। সেটি ২৯৭ টাকার। এই রিচার্জ প্যাকটিও Vodafone Idea-র নতুন গ্রাহকদের জন্য। এর ভ্যালিডিটি ২৮ দিনের। এক্ষেত্রেও গ্রাহকেরা রোজ ১.৫ GB করে ডেটা পাবেন। এক্ষেত্রেও গ্রাহকরা রোজ ১০০ SMS থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =