বিএড কলেজের অনুমোদন বাতিল নিয়ে তদন্ত হবে, জানালেন ব্রাত্য

বিএড কলেজের অনুমোদন বাতিল নিয়ে তদন্ত হবে, জানালেন ব্রাত্য

কলকাতা: বেশিদিন আগের কথা নয়। রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজের সরকারি অনুমোদন আপাতত বাতিল হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই ইস্যুতে এবার মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, বিএড কলেজের অনুমোদন বাতিলের সিদ্ধান্তের তদন্ত করবে শিক্ষা দফতর। এই নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয়েছে বলেও জানা গিয়েছে। 

রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজ কর্তৃপক্ষের অভিযোগ ছিল যে, তাঁদের কলেজের পুনর্নবীকরণের অনুমতিই দিচ্ছে না রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়৷ কিন্তু এইসব কলেজগুলির ক্ষেত্রে অভিযোগ, সেখানে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। তাই তাদের পুনর্নবীকরণের অনুমতি দেওয়া হচ্ছে না। এই ইস্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রীর বক্তব্য, কেন অনুমোদন বাতিল হল তা খতিয়ে দেখতে তদন্ত করবে শিক্ষা দফতর। এর জন্য আগামী শুক্রবার বৈঠকও ডাকা হয়েছে। 

আসলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (এনটিসিই)-এর নিয়ম মোতাবেক, বিএড কলেজগুলিতে পড়ুয়া ও শিক্ষকের নির্দিষ্ট অনুপাত রাখতে হয়। ছাত্রছাত্রীর তুলনায় কলেজে শিক্ষকের সংখ্যা কম থাকলে চলবে না। কিন্তু এইসব কলেজগুলিতে এই নিয়েই সমস্যা ছিল। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মোট ৬০০টি বেসরকারি এবং ২৪টি সরকারি বিএড কলেজ রয়েছে। বেসরকারি কলেজের মধ্যে ৩৫০টি কলেজ সমস্ত শর্ত পূরণ করায় তাদের পুনর্নবীকরণ হয়ে গিয়েছে। যারা পারেনি, তাদের অনুমতি দেওয়া হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *