দেশভক্তির জিগির তুলে স্কুল শিক্ষা দপ্তরের নয়া নির্দেশ

পড়ুয়াদের মোনে দেশভক্তির জিগির তুলতে স্কুল শিক্ষা দপ্তরের নয়া নির্দেশ৷ এবার লোরকলের সময় এবার প্রতিটি স্কুল পড়ুয়াকে বাধ্যতামূলক ভাবে বলতে হবে, ‘জয় হিন্দ’ অথবা ‘জয় ভারত’৷ মঙ্গলবার গুজরাট সরকারের শিক্ষা দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রাথমিক পড়ুয়া থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে রোলকলের সময় ‘জয় হিন্দ’ অথবা ‘জয় ভারত’ বলে হবে পড়ুয়াদের৷ স্কুলে

দেশভক্তির জিগির তুলে স্কুল শিক্ষা দপ্তরের নয়া নির্দেশ

পড়ুয়াদের মোনে দেশভক্তির জিগির তুলতে স্কুল শিক্ষা দপ্তরের নয়া নির্দেশ৷ এবার লোরকলের সময় এবার প্রতিটি স্কুল পড়ুয়াকে বাধ্যতামূলক ভাবে বলতে হবে, ‘জয় হিন্দ’ অথবা ‘জয় ভারত’৷ মঙ্গলবার গুজরাট সরকারের শিক্ষা দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রাথমিক পড়ুয়া থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে রোলকলের সময় ‘জয় হিন্দ’ অথবা ‘জয় ভারত’ বলে হবে পড়ুয়াদের৷

স্কুলে নাম ডাকার সময় ইয়েস স্যার বা ইয়েস ম্যাডাম নয়, উপস্থিতি জানাতে হবে ‘জয় হিন্দ’ বলে। পাঁচ মাস আগে এমনটাই ঘোষণা করা হয়েছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার৷ এবার গুজরাট সরাকের তরফে সার্কুলার জারি করে ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’ বলতে বাধ্যতামূলক করা হয়েছে৷ আগেই স্কুলে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক বলে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল৷

কংগ্রেস এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এই ভাবে দেশপ্রেম জাগিয়ে তোলা যায় না। রাজ্য সরকার বরং শিক্ষার মান ও শিক্ষকের অভাবের বিষযটি নিয়ে ভাবুক। তবে বিজেপি এই সিদ্ধান্তের প্রশংসা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *