পৃথিবীর কাছেই মহাশূন্যে জলের সন্ধান পেল নাসা, খোঁজ প্রাণের

ওয়াশিংটন: মহাবিশ্বের বিভিন্ন জায়গায় জলের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি জল পাওয়া গেলো বেন্নু নামের একটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড-এ। গত বছরের আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলা নাসার OSIRIS-REx মিশনে ধরা পড়েছে, এই বেন্নু নামের গ্রহাণুটিতে মাটি ও খনিজ পদার্থের সঙ্গে জলকণা মিশে আছে। নাসার পাঠানো মহাকাশযানটি, পৃথিবী থেকে ১৪ লক্ষ মাইল দূরে গিয়ে বেন্নু নামের

পৃথিবীর কাছেই মহাশূন্যে জলের সন্ধান পেল নাসা, খোঁজ প্রাণের

ওয়াশিংটন: মহাবিশ্বের বিভিন্ন জায়গায় জলের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি জল পাওয়া গেলো বেন্নু নামের একটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড-এ। গত বছরের আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলা নাসার OSIRIS-REx মিশনে ধরা পড়েছে, এই বেন্নু নামের গ্রহাণুটিতে মাটি ও খনিজ পদার্থের সঙ্গে জলকণা মিশে আছে। নাসার পাঠানো মহাকাশযানটি, পৃথিবী থেকে ১৪ লক্ষ মাইল দূরে গিয়ে বেন্নু নামের গ্রহাণুটির ভিতর জলের অনুসন্ধান শুরু করে। মহাকাশযানটি থেকে বেন্নুর দূরত্ব এখন মাত্র ১২ মাইল। OSIRIS-REx মহাকাশযানটির OVIRS (Osiris Visible and Infrared Spectrometer) এবং OTES (Osiris Thermal Emission Spectrometer) নামের বিশেষ যন্ত্র দুটি, বেন্নু গ্রহাণুটির উপাদানের অণুর মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর জোট বা হাইড্রক্সিল (OH-) মূলক আবিষ্কার করেছে। যা কিনা জলের অন্যতম উপাদান। নাসার অনুমান, বেন্নুতে হাইড্রক্সিল মূলকের উপস্থিতিই প্রমাণ করতে চলেছে বেন্নুতে জল আছে। তবে বেন্নুতে জল পাওয়া গেলেও তা মানুষের কাজে লাগবে না। কারণ বেন্নু নামক গ্রহাণুটি খুবই ছোট, গ্রহাণুটির পরিধি মাত্র ১৬১৪ মিটার। কিন্তু বেন্নুতে জলের খোঁজ পাওয়া গেছে, এই তথ্য বিশ্বের বিজ্ঞানী মহলে আলোড়ন সৃষ্টি করেছে। নাসার ডেপুটি ইন্সট্রুমেন্ট সায়েন্টিস্ট এমি সাইমন জানিয়েছেন, “গ্রহাণুটির মধ্যে জলের খোঁজ পেতে চলেছি আমরা, এটাই প্রমাণ করছে সৌরজগতে জল আছে। জলের নমুনা নিয়ে ২০২৩ সালে যখন মহাকাশ যানটি ফিরবে, তখন আমরা জানতে পারবো এই সৌরজগত তৈরি ও তার বিবর্তনের ইতিহাস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =