নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরই মৃত্যু গায়ক কেকে’র

নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরই মৃত্যু গায়ক কেকে’র

কলকাতা: ফের সংগীত জগতে নক্ষত্র পতন। খাস শহর কলকাতায় নজরুল মঞ্চের অনুষ্ঠান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউড গায়ক কে কে। গুরুতর অসুস্থ অবস্থায়  তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

 

প্রয়াত প্রখ্যাত গায়ক কেকে। কলকাতায় গানের শো করতে এসে হঠাৎ মৃত্যু হল তাঁর। নজরুল মন্চে আজ তাঁর একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পথেই বিভ্রাট। জানা গেছে গাড়িতেই অসুস্থ বোধ করেন গায়ক। অজ্ঞান হয়ে যান। তাঁকে সিএমআরআি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গায়কের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক অনুমান হার্ট অ্যাটাকেই মৃত্যু। ৫৩ বছর বয়সী গায়ক রেখে গেলেন তাঁর স্ত্রী পুত্র ও কন্যাকে। তাঁর অকস্মাৎ প্রয়াণে সংগীত ও বিনোদন জগতে শোকের ছায়া।

 

অনুষ্ঠানে উপস্থিত বাচিক শিল্পীদের দাবি, হলে বেশি দর্শক ঢুকে পড়ায় দমবন্ধ পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠান শেষের আগেই মঞ্চ ছেড়ে চলে যান গায়ক। নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর তিনি অসুস্থতা বোধ করেন বলে খবর ককাককাফ। নির্ধারিত সময়ের আগেই মঞ্চ ছাড়েন তিনি। এরপর ফিরে যান হোটেলে। পুলিশ সূত্রে খবর, হোটেলে গিয়ে অসুস্থ বোধ করেন তিনি। জানা গেছে অনুষ্ঠান চলার সময়ই তিনি হঠাৎ করে উদ্যোক্তাদের বলেন, খুব গরম লাগছে। স্টেজের লাইট কমিয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =