রিসেপশনে কেক কাটার আগে ঠোঁট ঠাসা চুমু মৌনি-সুরজের, নেটপাড়ায় ভাইরাল ছবি

রিসেপশনে কেক কাটার আগে ঠোঁট ঠাসা চুমু মৌনি-সুরজের, নেটপাড়ায় ভাইরাল ছবি

পানাজি:  মেহন্দি-গায়ে হলুদ থেকে বিয়ে- রিসেপশন, গোয়ার সাগর পাড়ে জমিয়ে চলছে মৌনির বিয়ে অনুষ্ঠান৷ দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বাঙালি মেয়ে মৌনি রায়৷ তাঁদের বিয়ের ছবিতে বুঁদ নেটপাড়ায় বাসিন্দারা৷ আপাতত চর্চায় মৌনি-সুরজের রিসেপশন পার্টি৷

আরও পড়ুন- স্বাভাবিক ঘুম হয়েছে রাতে, ‘গীতশ্রী’র অবস্থা আপাতত স্থিতিশীল

এরই মধ্যে মৌনির অনুরাগীদের মন ছুঁয়েছে একটি ভিডিয়ো৷ এই ছবিটা ক্যামেরাবন্দি করেছেন অর্জুন বিজলানি৷ যেখানে দেখা যায় একে অপরের ঠোঁটে ডুব দিয়েছেন মৌনি-সুরজ৷ তাঁদের সেই লিপলকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ঠোঁট ঠাসা চুমুর পরেই কেক কেটে সেলিব্রেট করেন তাঁরা৷ এদিন মৌনি পরেছিলেন সোনালি রঙের লেহেঙ্গা, সঙ্গে ম্যাচিং গয়না। ডার্ক ব্লু শেরওয়ানিতে সেজেছিলেন সুরজ। একাধিক বলিউড গানের বিটে কোমর দোলাতেও দেখা যায় নব দম্পতিকে৷ পর্টি পরবর্তী ছবিও পোস্ট করেছেন তাঁরা৷ সেখানে বন্ধু ও পরিবারবগের সঙ্গে ছবি তুলেছেন মৌনি-সুরজ৷ 

২০২১-এর শেষ থেকেই শোনা যাচ্ছিল বলিউড তারকা মৌনি রায়ের বিয়ের গুঞ্জন৷ তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনও কথাই বলতে চাননি  মৌনি৷ দুই বছর ধরে গোপনে সুরজের সঙ্গে সম্পর্কে ছিলেন নায়িকা৷ কিন্তু কেউ তা ঘুণাক্ষরেও জানতে পারেননি। বিয়ের দিন সকালে  মালায়লি নিয়মে গাটছড়া বাঁধার পর বিকেলে বাঙালি নিয়ম মেনে গোধূলি লগ্নে বিয়ে সারলেন মৌনি-সুরজ৷ পান পাতায় মুখ ঢেকে, মালাবাদল, সাত পাক, সবটাই সেরেছেন বঙ্গতনায়া৷ বিয়ের মণ্ডপে রোমান্টিক মুডে ধরা দেন সুরজ৷ লাল লেহঙ্গায় মৌনিকে দেখেই জড়িয়ে ধরেন তাঁকে৷ করেন চুম্বন৷  
 

মৌনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − thirteen =