সম্পর্ক খারাপ হয়েছে পরিচালকের সঙ্গে? তার জেরেই কি ভুলভুলাইয়া থেকে বাদ অক্ষয়?

সম্পর্ক খারাপ হয়েছে পরিচালকের সঙ্গে? তার জেরেই কি ভুলভুলাইয়া থেকে বাদ অক্ষয়?

মুম্বই: সম্প্রতি গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত ছবি ভুলভুলাইয়া ২। তবে অনেকের মতেই ভুলভুলাইয়া প্রথম অধ্যায় যতটা চিত্তাকর্ষক এবং বিনোদনের ঠাসা, তার তুলনায় ভুলভুলাইয়া টু কিছুটা ফ্যাকাশেই হবে। যদিও মুক্তির পর থেকে বাজার ভালই যাচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলাইয়া টু-এর। কিন্তু তারপরেও কোথাও যেন একটা ফাঁক রয়ে যাচ্ছে। আসলে সকলেই মিস করছেন ভুলভুলাইয়ার পুরনো আদিত্য তথা বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে। প্রথম অধ্যায়ের অক্ষয় কুমারের সেই সাড়াজাগানো অভিনয় আজও দর্শকের মন জুড়ে রয়েছে। কিন্তু তারপরেও কেন ভুলভুলাইয়া ২ থেকে বাদ পড়লেন অক্ষয়? মাথাচাড়া দিয়ে একটি প্রশ্ন। আর এবার এই প্রশ্নের উত্তর দিতে মুখ খুললেন সিনেমার পরিচালক স্বয়ং।

 জানা যাচ্ছে সম্প্রতি ভুলভুলাইয়া টু-এর প্রমোশনের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক অনিশ বাজমী। ভুলভুলাইয়ার মতো ভুলভুলাইয়া টু নিয়েও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল প্রথম থেকেই। কিন্তু সেই সঙ্গে একটা প্রশ্ন ঘুরছিল সকলের মধ্যেই। কেন এই সিনেমাতে অক্ষয় কুমারকে নেওয়া হল না, ২০০৭ সালে যার অভিনয়ের কারণেই এতটা জনপ্রিয় হয়েছিল ভুলভুলাইয়া সেই প্রাণ ভোমরা অক্ষয় কুমারকেই কেন বাদ দিলেন পরিচালক? সম্প্রতি সিনেমার ডিরেক্টরকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। তার উত্তরেই অনিশ বলেন, ‘ও এখন এই সমস্ত ছোটখাট কাজের থেকে অনেক ঊর্ধ্বে। তবে ভবিষ্যতে অক্ষয় কুমারের সঙ্গে আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে।’

তবে পরিচালকের এই উত্তরে কেমন একটা সন্দেহ গন্ধ পাচ্ছেন অনুরাগীরা। অনিশের গলায় অক্ষয়কে নিয়ে বেশ ভালই ক্ষোভ এবং রাগ। তাহলে কি মোটা অঙ্কের পারিশ্রমিক ছাড়া অনিশের এই সিনেমায় অভিনয় করতে রাজি হননি খিলাড়ি? নাকি  অক্ষয়ের বর্তমান পারিশ্রমিক দিতে পারবেন না বলে তাঁর কাছে এই সিনেমার প্রস্তাবই রাখেননি পরিচালক। প্রশ্ন উঠছে অনেকগুলোই।

 প্রসঙ্গত বর্তমানে একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে, ফলে তাঁর বাজার এখন তুঙ্গে। ফলে বেড়েছে পারিশ্রমিকের সংখ্যাটাও। এর জেরে অনিশের মত মাঝারি মাপের পরিচালকদের পক্ষে এখন আর অক্ষয় কুমারের মতো বড় স্টারদের পারিশ্রমিক দেওয়া কার্যত অসাধ্য। মূলত সেই কারণেই হয়তো ভুলভুলাইয়া ২ থেকে ছিটকে গিয়েছেন অক্ষয় কুমার।

কিন্তু অক্ষয় কুমার না থাকলেও প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকেই কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলাইয়া ২। মুক্তির দিন থেকেই সিনেমাহলে বেশ ভিড়। এর সঙ্গেই জানা যাচ্ছে চলতি বছরের তামিল সিনেমার দাপটে যখন কার্যত মুখ থুবড়ে পড়েছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগনের মতো বড়-বড় স্টাররা তখন কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলাইয়া টু-এর প্রথম দিনের বাজার কিন্তু এই সমস্ত নামিদামি বলিউড নায়কদের ছাপিয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 6 =