চালকলের দুটো অ্যাকাউন্ট খুলে দিন স্যার, ভার্চুয়াল শুনানিতে আবেদন কেষ্টর, কী বললেন বিচারক?

চালকলের দুটো অ্যাকাউন্ট খুলে দিন স্যার, ভার্চুয়াল শুনানিতে আবেদন কেষ্টর, কী বললেন বিচারক?

কলকাতা: তিহাড়ে শরীর ভালো নেই তাঁর৷ নানা রকম অসুবিধা দেখা দিয়েছে৷ বৃহস্পতিবার আসানসোল আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়ে তেমনটাই জানালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ পাশাপাশি ভোলে ব্যোম রাইস মিলের ২টি অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদনও জানান তিনি৷ কারণ, চালকলের শ্রমিকরা বেতন পাচ্ছেন না। তাই কাজেও যোগ দিচ্ছেন না৷ যার জেরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে বহু সামগ্রী৷ 

কেষ্টর কথা শোনার পর বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, তাঁর শারীরিক অসুবিধার বিষয়টি যেন জেল কর্তৃপক্ষ যাতে নজরে রাখেন৷ এই মর্মে জেল সুপারকে চিঠি পাঠাবেন বলেও জানিয়েছেন বিচারক। একই সঙ্গে অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিয়ে আবেদন জানানোর জন্যেও অনুব্রতকে পরামর্শ দিয়েছেন৷ 

এদিন ভার্চুয়াল শুনানিতে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে অনুব্রত বলেন, ‘স্যার, চালকলের অ্যাকাউন্টটা ডিফ্রিজ (খুলে) দিন।’ বিচারক তাঁকে প্রশ্ন করেন, ‘কোন চালকলের কথা বলছেন।’ অনুব্রত বলেন, ‘ভোলে ব্যোম রাইস মিল। ওখানে প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। তাঁরা বেতন পাচ্ছেন না। জিনিসপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছে’।’

বিচারক তখন বলেন, ‘‘আপনার মুখের কথায় আমি কোনও অ্যাকাউন্ট তো খুলে দেওয়ার নির্দেশ দিতে পারি না। আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। আপনার এবং সিবিআই দু’পক্ষের কথা শোনার পরই সিদ্ধান্ত নেব।’’ বৃহস্পতিবার অবশ্য অনুব্রত এবং সায়গল, দু’জনের কারও আইনজীবী উপস্থিত ছিলেন না। বিচারক ৭ জুন পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, অনুব্রতের সবরকম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিহাড়ের জেল সুপারকে।