আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, মুকেশের সঙ্গে মঞ্চে সৌরভও

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, মুকেশের সঙ্গে মঞ্চে সৌরভও

কলকাতা: ‘পাখির চোখ’ রাজ্যের জন্য লগ্নি টানা ও কর্মসংস্থান সৃষ্টি৷  সেই লক্ষ্যেই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মঙ্গলবার থেকে নিউ টাউনে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে বসতে চলেছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা BGBS 2023। দু-দিন ব্যাপী এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের একাধিক শিল্পপতি। উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বাংলার বাণিজ্য সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টার। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। রাজ্যে বিনিয়োগ টানতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সম্মেলনে যোগ দেওয়ার কথা মুকেশ অম্বানি, নিরঞ্জন হীরানন্দানি, সজ্জন জিন্দল, হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা-সহ দেশের প্রথম সারির শিল্পপতিদের। আসতে পারেন আমেরিকা, গ্রেট ব্রিটেন, স্পেন, ফ্রান্স সহ বিদেশের মোট ২৮টি দেশের প্রতিনিধি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে বাণিজ্য সম্মেলনের প্রাথমিক লক্ষ্য রাজ্যের জন্য বিনিয়োগ ও কর্মসংস্থান। তারই মাঝে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি৷ 

গত বছর বিশ্ববঙ্গ সম্মেলন থেকে বিনিয়োগ এসেছিল ৩.৪২ লক্ষ কোটির৷ এবার বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে৷ আর বিনিয়োগ আসলেই বাড়বে কর্মসংস্থান৷ তেমনটাই আশা রাজ্য প্রশাসনের কর্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *