কেমন শিক্ষা? ব্লেড হাতে প্রধান শিক্ষিকাকে শাসানি ছাত্রীর, তুলকালাম দক্ষিণেশ্বরের স্কুলে

কেমন শিক্ষা? ব্লেড হাতে প্রধান শিক্ষিকাকে শাসানি ছাত্রীর, তুলকালাম দক্ষিণেশ্বরের স্কুলে

Student Demonstrates

কলকাতা: ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হয় শ্রদ্ধার ও ভালোবাসার৷ কিন্তু দিন দিন যেন অধঃপতন ঘটছে ছাত্র সমাজের৷ তেমনই এক ঘটনার সাক্ষী থাকল দক্ষিণেশ্বরের সারদা বালিকা উচ্চ বিদ্যালয়৷ 

গত কয়েক মাসে ক্লাসে উপস্থিতির হার মাত্র ৪-৫ দিন। সেই কারণেই পরীক্ষায় বসার অনুমতি দেননি প্রধান শিক্ষিকা। আর এতেই ক্ষেপে লাল পড়ুয়ারা। একেবারে দলবল নিয়ে চড়াও হয় তারা। প্রধান শিক্ষিকার সামনে ব্লেড বার করে হাতের শিরা কাটার হুমকি পর্যন্ত দিতে থাকে৷ প্রধান শিক্ষিকাকে ‘অসভ্য’ সম্বোধন করে শাসাতে থাকে ছাত্রী ও তার অভিভাবক। ভাঙচুর করা হয় শিক্ষিকার ঘরেও৷ ঘটনাটি দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ের। এই ঘটমার ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই মুখে কুলুপ স্কুল কর্তৃপক্ষের। ক্যামেরা দেখেই বেপাত্তা অভিভাবক ও বিক্ষোভরত ছাত্রীরা।

জানা গিয়েছে,  ক্লাসে উপস্থিতির হার কম থাকায় একাদশ শ্রেণির ৬ জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এই খবর জানতে পেরেই স্কুলে ওসে হুজ্জুতি শুরু করে ছাত্রী ও অভিভাবকেরা৷ স্কুলে এর আগেও অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছেন৷ তবে এমন কাণ্ড শিক্ষাঙ্গনে বেনজির৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =