ভোররাতে হুগলির পোলবায় মদ কারখানায় আয়কর হানা, কেন্দ্রীয় বাহিনীর পাহারায় চলছে তল্লাশি

ভোররাতে হুগলির পোলবায় মদ কারখানায় আয়কর হানা, কেন্দ্রীয় বাহিনীর পাহারায় চলছে তল্লাশি

 কলকাতা: রাজ্যে ফের আয়কর হানা। মঙ্গলবার ভোররাতে হুগলির একটি মদের কারখানায় হানা দেন আয়কর আধিকারিকরা৷ পোলবার মহানাদ গ্রামে রয়েছে ওই মদের কারখানা৷ 

আজ, ভোর সাড়ে ৪টে নাগাদ অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে হানা দেয় আয়কর দফতরের একটি দল। আয়কর আধিকারিকদের ওই দলের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মোট ৫টি গাড়িতে ২০-২৫ জন আধিকারিক এসে পৌঁছান পোলবার এই কারখানায়। সূত্রের খবর, আর্থিক বেনিয়মের অভিযোগেই এই তদন্ত৷ দুটি দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে আয়কর দফতর৷ 

অ্যালপাইন ডিস্‌টিলারিসের অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখোপাধ্যায়। এই কারখানার অধিকাংশ শেয়ার রয়েছে দিল্লির একটি সংস্থার হাতে। সূত্রে খবর, পোলবার এই কারখানায় বিশেষ ব্র্যান্ডের ‘রম্’ ওল্ড মঙ্ক বোতলজাত করা হয়। এ ছাড়াও, ইথানল তৈরি করা হয় এখানে। ইনাথল মদ তৈরিতের অন্যতম কাঁচামাল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *