বঙ্গে বৃষ্টি নয়, উত্তাপ বাড়াচ্ছে ‘মোকা’! কবে ভিজবে দক্ষিণবঙ্গ, যা জানাল মৌসম ভবন

বঙ্গে বৃষ্টি নয়, উত্তাপ বাড়াচ্ছে ‘মোকা’! কবে ভিজবে দক্ষিণবঙ্গ, যা জানাল মৌসম ভবন

 কলকাতা: বঙ্গোপসাগরে ঘনিয়েছে গভীর নিম্নচাপ৷ জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা৷ ‘মোকা’ নিয়ে যখন বাড়ছে উদ্বেগ, তখন তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ৷ দুর্যোগের আশঙ্কার মাঝেই ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন৷ বলা হয়েছে, আজ, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ফের তাপমাত্রা পার করতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি।

বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ঘনিয়েছিল, তা সোমবারই নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তার পরেই সাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় ‘মোকা’। এই ঝড় আছড়ে পড়ার আগে বাংলায় কয়েক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস।

সোমবার মৌসম ভবনের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা পেরতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। মোকার পরোক্ষ প্রভাবেই দক্ষিণবঙ্গজুড়ে এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছেন তিনি। 

আইএমডি সূত্রে খবর, দেশের উত্তর-পশ্চিম দিক থেকে প্রচুর পরিমাণে শুষ্ক বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে তীব্র গরমে পুড়ছে বাংলা। পাশাপাশি, এখনও নিম্নচাপ থাকা সত্ত্বেও ঘূর্ণিঝড় স্থলভাগ থেকে সমস্ত জলীয় বাষ্প টেনে নিচ্ছে। যা নতুন করে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করেছে। আগামী কয়েক দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরমে হাঁসফাঁস করতে হবে মানুষকে। পশ্চিমে ৪২-৪৩ ডিগ্রিতে পৌঁছবে পারদ৷ বৃহস্পতিবারের আগে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই মৌসম ভবনের পূর্বাভাস। ততদিন দক্ষিণবঙ্গ জুড়ে থাকরে লু-এর পরিস্থিতি। গরম বাতাসে নাজেহাল হতে হবে আরও একবার৷

এদিকে, উত্তরবঙ্গের তিন জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে৷ বুধবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কর্তা জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।  সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এটাও তিন ডিগ্রি সেলসিয়াস বেশি৷