উদাসীন কেন্দ্র, ফের বিদেশে পাড়ি দিচ্ছেন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা

উদাসীন কেন্দ্র, ফের বিদেশে পাড়ি দিচ্ছেন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা

 কলকাতা: ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরু করার পর যুদ্ধ পরিস্থিতিতে সে দেশ থেকে ফিরে আসতে হয়েছিল এদেশের ডাক্তারি পড়ুয়াদের৷ এমবিবিএস কোর্স শেষ করার জন্য ছাত্রছাত্রীদের পাড়ি দিতে হচ্ছে উজবেকিস্তান, পোল্যান্ডের মতো বিভিন্ন দেশে। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ বর্ষের পড়ুয়ারা ইউক্রেনের বিশ্ববিদ্যালয় থেকে এই সমস্ত দেশের বিশ্ববিদ্যালয়ে তাঁদের কোর্স স্থানান্তরিত করে নিচ্ছেন। ডাক্তারি পড়া শেষ করতে গিয়ে অনেককেই জমি-বাড়ি বিক্রি করতে হচ্ছে৷ এই পরিস্থিতিতে দেশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা। ইউক্রেন ফেরত ফাইনাল ইয়ারের পড়ুয়া ছাড়া অন্যান্য বর্ষের ছাত্রছাত্রীদের -বিষয়ে কেন্দ্র কার্যত উদাসীন বলেই তাঁদের অভিযোগ। নতুন দেশে গিয়ে পড়াশোনা শেষ করতে আরও ৭-৮ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে৷ যা মধ্যবিত্ত পরিবারগুলির কাছে অসহনীয় হয়ে উঠছে৷ 

 

ইউক্রেন ফেরত বাংলার ৪২২ জন পড়ুয়ার মধ্যে ৪০৯ জনই ছিলেন এমবিবিএসের পড়ুয়া। তাঁদের মধ্যে ৯৩ জন তৃতীয় বর্ষের এবং ৭৯ জন দ্বিতীয় বর্ষের। দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের রাজ্যেই প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেন ফেরত ফাইনাল ইয়ারের পড়ুয়াদের আবার চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বাকিদের জন্য কেন্দ্র কোনও পদক্ষেপ না করায় কোর্স শেষ হতে দু’-তিন বছর বাকি থাকা ছাত্রছাত্রীদের ফের অন্য কোনও দেশে পাড়ি দিতে হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *