দেশে ঢুকে পড়ল ওয়েস্ট নাইল ভাইরাস, জ্বরে আক্রান্ত কেরল, রাজ্যজুড়ে জারি সতর্কতা

দেশে ঢুকে পড়ল ওয়েস্ট নাইল ভাইরাস, জ্বরে আক্রান্ত কেরল, রাজ্যজুড়ে জারি সতর্কতা

 কলকাতা: বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না৷ একের পর এক ভাইরাসের দাপটে দিশেহারা অবস্থা৷ এবার দেশে হানা গিল ওয়েস্ট নাইল জ্বর৷ যা নিয়ে সতর্কবার্তা দেওয়া হল কেরলে। দ্রুত ছড়িয়ে পড়ছে নাইল ভাইরাসের সংক্রমণ৷ ইতিমধ্যেই এই জ্বরে আক্রান্ত হয়েছেন অন্তত ১০ জন। কী থেকে ছড়াচ্ছে এই রোগ? বিজ্ঞানীরা বলছেন, কিউলেক্স প্রজাতির মশার কামড় থেকেই এই রোগ ছড়ায়। কেরলের তিনটি জেলা- মালাপ্পুরম, কোঝিকোড় ও থ্রিশূরে এই জ্বরের প্রকোপ বাড়তে শুরু করেছে। সংক্রমণের বাড়বাড়ন্ত দেখেই সতর্কবার্তা জারি করেছে কেরলের স্বাস্থ্য দফতর৷ 

রাজ্যের স্বাস্থমন্ত্রী বীনা জর্জ জানিয়েছে, ‘‘ ক্রমেই মশাবাহিত রোগ ছড়াচ্ছে। সংক্রমণ যাতে আর বাড়তে না পারে তার জন্য মশা নিয়ন্ত্রণে বিবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’’ এমনকী নাইল ভাইরাসের ছোবলে মৃত ব্যক্তির বাড়ির চারপাশের এলাকায় মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ শুরু করছে স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষ দল৷ 

নাইল ভাইরাস আসলে কী?

নাইল ভাইরাসের পুরো নাম হল- ওয়েস্ট নাইল ভাইরাস বা ডব্লিউএনভি। সাধারণত কিউলেক্স মশার কামড় থেকেই এই ভাইরাস মানুষের শরীরে ছড়ায়। মশার মাধ্যমে পাখির দেহ থেকে মানুষের শরীরে ঢোকে এই ভাইরাস। 

এই ভাইরাসের আক্রান্ত ব্যক্তির মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেমন- জ্বর, মাথা যন্ত্রণা, সঙ্গে গায়ে র‌্যাশও বেরোতে দেখা যায় অনেকের। এ ছাড়া অনেকের শরীর আবার গ্ল্যান্ডের সমস্যাও দেখা যায়। এই লক্ষ্মণগুলি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে৷ তবে এতে ভয়ের কিছু নেই৷ তবে নাইল ভাইরাস কোনও ভাবে মস্তিষ্কে পৌঁছে গেলেই বিপদ। 

আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা ও পশ্চিম এশিয়ায় এই ভাইরাসের প্রাদুর্ভাব সবথেকে বেশি দেখা যায়। যা চরিত্রগত দিক থেকে অনেকটাই ফ্ল্যাভিভিরিড পরিবারের জাপানিজ এনসেফেলাইটিসের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *