ঝগড়ার সময় কোহলি-গম্ভীরের মধ্যে কী কথা হয়েছিল? জানালেন প্রত্যক্ষদর্শী

ঝগড়ার সময় কোহলি-গম্ভীরের মধ্যে কী কথা হয়েছিল? জানালেন প্রত্যক্ষদর্শী

লখনউ: লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শেষে মাঝ মাঠে তুলকালাম৷ তুমুল বাগ্‌যুদ্ধে জড়ান বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। তাঁদের ঝগড়া থামাতে হিমশিম খেতে হয় দুই দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের৷ কোহলি-গম্ভীর দ্বৈরথে উত্তাল হয়ে ওঠে আইপিএল মঞ্চ। যদিও এর জন্য দু’জনকেই কড়া শাস্তি দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। কেটে নেওয়া হয়েছে ১০০ শতাংশ ম্যাচ ফি৷ কিন্তু এদিন মাঠে ঠিক কী কথা হয়েছিল তাঁদের? জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

এদিন ম্যাচ শেষে কোহলির দিকে এগিয়ে যান লখনউয়ের ক্রিকেটার কাইল মেয়ার্স। তাঁদের সম্পর্কে খারাপ বলে কোহলি কেন মন্তব্য করছেন জানতে চান। সে সময় গম্ভীর তড়িঘড়ি এসে সরিয়ে নিয়ে যান মেয়ার্সকে। তার পরেই শুরু হয় বাগ্‌যুদ্ধ৷ ওই প্রত্যক্ষদর্শীর কথায় ছোটদের মতো ঝগড়া করেন  দুই তারকা ক্রিকেটার।

গম্ভীর বলেন, ‘‘কী বলছিলিস বল।’’ কোহলি বলেন, ‘‘আমি আপনাকে কিছু বলিনি। আপনি কেন অযথা এর মধ্যে ঢুকছেন।’’ গম্ভীরের বক্তব্য, ‘‘তুই আমার দলের কোনও খেলোয়াড়কে বলেছিস মানেই তুই আমার পরিবারকে গালাগালি দিয়েছিস।’’ কোহলির জবাব, ‘‘তা হলে আপনি আপনার পরিবারকে সামলে রাখুন।’’ কোহলির জবাব শুনে গম্ভীর তখন বলেন, ‘‘তা হলে এখন তুই আমাকে শেখাবি?’’

এই অশান্তির জন্য পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে আরসিবি-র ব্যাটার বিরাট কোহলি এবং লখনউ-এর মেন্টর গৌতম গম্ভীরের। সেই তুলনায় কম শাস্তি হয়েছে আফগান ক্রিকেটার নবীন উল হকের। তিনিও ঝামেলায় জড়িয়েছিলেন৷ তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।