সাধ্বী প্রজ্ঞা-সহ মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সাতজনই বেকসুর খালাস

মুম্বই: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সমস্ত অভিযুক্তকে মুক্তি দিল এনআইএ আদালত। বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায়ে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ…

মুম্বই: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সমস্ত অভিযুক্তকে মুক্তি দিল এনআইএ আদালত। বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায়ে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত-সহ মোট সাতজনকে নির্দোষ ঘোষণা করেন বিশেষ বিচারক এ কে লাহোটি। ১৭ বছর ধরে চলা দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থাগুলি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ।

মালেগাঁও বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৬ জনের

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁও শহরে এক শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৬ জনের, আহত হন শতাধিক। বিস্ফোরণটি ঘটে রমজান মাসের শেষভাগে, যখন শহরের মুসলিম অধ্যুষিত এলাকায় ভিড় ছিল তুঙ্গে। ঘটনার সময় একটি মোটরবাইকে বিস্ফোরক লাগানো ছিল বলে দাবি করেছিল মহারাষ্ট্র এটিএস। পরে মামলার তদন্তের দায়িত্ব নেয় এনআইএ।

তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যে মোটরবাইকটিকে বিস্ফোরণে ব্যবহৃত বলে দাবি করা হয়েছিল, সেটির প্রকৃত মালিকানা প্রজ্ঞা ঠাকুরের বলে প্রমাণ করা যায়নি। বিচারক বলেন, “শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে সাজা দেওয়া যায় না। মোটরবাইকের চ্যাসিস নম্বর মিলে গেলেই তা যথেষ্ট নয়, উপযুক্ত প্রমাণ প্রয়োজন।”

পঞ্চনামায় একাধিক ত্রুটি Malegaon Blast Verdict

এছাড়া, বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক (আরডিএক্স) প্রসাদ পুরোহিত নিজের বাড়িতে রেখেছিলেন, এই অভিযোগও প্রমাণ করতে ব্যর্থ হয় তদন্তকারী সংস্থা।

আদালত আরও জানায়, পঞ্চনামায় একাধিক ত্রুটি ছিল, গোপন বৈঠকের কোনও প্রমাণ পাওয়া যায়নি এবং অভিযুক্তদের কণ্ঠস্বর যাচাইয়ের পরীক্ষাও প্রক্রিয়াগত নিয়ম মেনে হয়নি।

সর্বোপরি, বিচারক স্পষ্ট করেন, “এই ঘটনা নিঃসন্দেহে সমাজের বিরুদ্ধে এক গুরুতর অপরাধ। কিন্তু আদালত নৈতিকতার ভিত্তিতে নয়, প্রমাণের ভিত্তিতেই রায় দেয়।”

‘হিন্দু সন্ত্রাস’-এর তত্ত্ব

এই মামলাতেই একসময় ‘হিন্দু সন্ত্রাস’-এর তত্ত্ব উঠে এসেছিল জাতীয় রাজনৈতিক পরিসরে। অভিযুক্তদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর, সুধাকর ধর্ম দ্বিবেদী ও সমীর কুলকার্নি। এদিন এনআইএ আদালত জানিয়েছে, ‘অভিনব ভারত’ নামক সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এই রায়ের ফলে একদিকে যেমন দীর্ঘদিন ধরে বন্দি বা জামিনে থাকা অভিযুক্তরা আইনি মুক্তি পেলেন, অন্যদিকে তদন্তকারী সংস্থার দক্ষতা ও নিরপেক্ষতা নিয়েও ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

India: In a historic ruling, the NIA court acquitted all seven accused, including BJP MP Pragya Singh Thakur & Lt Col Prasad Purohit, in the 2008 Malegaon blast case. After a 17-year trial, the judge cited failure of agencies to prove charges. 6 died, over 100 injured in the Maharashtra bombing.