মিটল না সমস্যা, আরও জটিল কমিশনের অচলাবস্থা

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে অব্যাহত চেয়ার নিয়ে দড়ি টানাটানি৷ মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত৷ আর তাতেই বাড়ছে চূড়ান্ত বিভ্রান্তি৷ শিক্ষামন্ত্রীকে না জানিয়ে কমিশনে চেয়ারম্যান পদে রদবদলের বিজ্ঞপ্তি ঘিরে আজও জারি বিভ্রান্তি৷ সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন সুবীরেশ ভট্টাচার্য৷ বৈঠকে চেয়ারম্যান পদে বসতে অস্বীকার করেন প্রাক্তন চেয়ারম্যান৷ জানিয়ে দেন, শারীরিক

মিটল না সমস্যা, আরও জটিল কমিশনের অচলাবস্থা

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে অব্যাহত চেয়ার নিয়ে দড়ি টানাটানি৷ মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত৷ আর তাতেই বাড়ছে চূড়ান্ত বিভ্রান্তি৷ শিক্ষামন্ত্রীকে না জানিয়ে কমিশনে চেয়ারম্যান পদে রদবদলের বিজ্ঞপ্তি ঘিরে আজও জারি বিভ্রান্তি৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন সুবীরেশ ভট্টাচার্য৷ বৈঠকে চেয়ারম্যান পদে বসতে অস্বীকার করেন প্রাক্তন চেয়ারম্যান৷ জানিয়ে দেন, শারীরিক সমস্যার কারণে তিনি এই পদ সামলাতে পারবেন না৷ দীর্ঘ বৈঠকের পর, ফের বর্তমান চেয়ারম্যানকেই বহাল রাখার চিন্তাভাবনা শুরু করেছে বলে কমিশন সূত্রে খবর৷ কিন্তু, বিজ্ঞপ্তি জারি করে বর্তামান চেয়ারম্যানকে পদ ছাড়তে বলার পর নতুন করে তাঁকেই পুনর্বহাল আদৌ করা যায় কী না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷ গত তিন চার দিনে উদ্ভূত পরিস্থিতি দাঁড়িয়ে শর্মিলা মিত্র নিজেও তাঁর পুরানো চেয়ারে ফিরবেন কী না, তাও স্পষ্ট নয়৷ ফলে, সমস্যা মিটের আগেই নতুন করে সমস্যা তৈরি হয়েছে কমিশনের অন্দরে৷

গত ১৭ ডিসেম্বর সরকারি অর্ডারে বলা হয়েছে, এসএসসির চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য৷ আর বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্র তাঁকে দায়ভার বুঝিয়ে দিয়ে বেহালা কলেজের অধ্যক্ষ পদে চলে যাবেন৷ সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সরকারি অর্ডার হাতে পেয়ে গিয়েছেন৷ উত্তরবঙ্গ থেকে কলকাতায়ও ফিরে এসেছেন তিনি৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *