শিক্ষক নিয়োগে বড় কেলেঙ্কারি SSC-র, এবার নম্বরেও হরির লুট

কলকাতা: মোট নম্বর ৫৫৷ প্রার্থী পেয়েছেন ৫৯! নম্বর দেখে চোখ কপালে উঠছে? এমনটাই সত্যি। তবে, মোট নম্বরে থেকে বেশি পেয়েও কিনা নিয়োগ তালিকায় ওয়েটিংয়েই স্থান পেলেন পরীক্ষার্থী৷ সৌজন্য, নম্বরের হরিরলুট এসএসসি৷ তথ্য জানার অধিকারে মামালা করে চাঞ্চল্যকর ‘তথ্য’ পেলেন নদিয়ার এসএসসি চাকরিপ্রার্থী ঋতু বেরা৷ চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন জানা গিয়েছে, তথ্য জানার

শিক্ষক নিয়োগে বড় কেলেঙ্কারি SSC-র, এবার নম্বরেও হরির লুট

কলকাতা: মোট নম্বর ৫৫৷ প্রার্থী পেয়েছেন ৫৯! নম্বর দেখে চোখ কপালে উঠছে? এমনটাই সত্যি। তবে, মোট নম্বরে থেকে বেশি পেয়েও কিনা নিয়োগ তালিকায় ওয়েটিংয়েই স্থান পেলেন পরীক্ষার্থী৷ সৌজন্য, নম্বরের হরিরলুট এসএসসি৷ তথ্য জানার অধিকারে মামালা করে চাঞ্চল্যকর ‘তথ্য’ পেলেন নদিয়ার এসএসসি চাকরিপ্রার্থী ঋতু বেরা৷

চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জানা গিয়েছে, তথ্য জানার অধিকারে মামলা দায়ের পর চাকরিপ্রার্থীর বাড়িতে একটি চিঠি পাঠায় কমিশন৷ যাতে লেখা ঋতু লিখিত পরীক্ষায় পেয়েছেন ৫৯। অথচ খাতায় জ্বলজ্বল করছে পরীক্ষার মোট নম্বর ৫৫৷ আদলতে হিসাবে ভুল গরমিল দেখা গেলেও আরটিআইয়ের জবাবে পাওয়া চিঠিকে কেন্দ্র করেই এবার কমিশনের বিরুদ্ধে যুদ্ধে নামতে চলেছেন ঋতুর আইনজীবী৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

জানা গিয়েছে, ২০১৬ সালে এসএসসিতে বসেন নদিয়ার পরীক্ষার্থী ঋতু বেরা৷ ফলাফল প্রকাশের পর নিয়োগ তালিকায় ঋতুর নাম ওয়েটিং লিস্টে ঠাঁই মেলে৷ কত নম্বর পেয়েছেন তা জানতে চেয়ে আরটিআই করেন তিনি৷ উত্তর না পেয়ে হাইকোর্টে মামলাও করেন তিনি৷ বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দিতে বলে৷ এরপরই বাড়িতে চিঠি পাঠিয়ে আরটিআইয়ের জবাব দেয় কমিশন৷ কিন্তু, নম্বর জানাতে গিয়ে এতবড় কেলেঙ্কারির ঘটে যাবে, তা কল্পনাও করতে পারেননি কমিশনের কর্তারাও৷

এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, কমিশন চিঠিতে যদি ৫৫কে ৫৯ করে দিতে পারে, তাহলে মেধাতালিকা প্রকাশ্যের ক্ষেত্রেও যে নম্বরের হরিরলুট হন নি, তা নিশ্চয়তা কোথায়?

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *