কোথায় কর্মসংস্থান? নবান্নে জবাব চাইতে গিয়ে মিছল আটকাল পুলিশ

কলকাতা: ফসলের ন্যায্য দাম ও কৃষিঋণ মকুবের পাশাপাশি রাজ্যে শিল্পস্থাপনের দাবিকে সামনে রেখে দলের কৃষক সংগঠনকে ময়দানে নামিয়ে সম্প্রতি সিঙ্গুর থেকে কলকাতা লং মার্চ করেছে সিপিএম। এবার বাংলার বেকারদের কর্মসংস্থান ও উপযুক্ত ভাতার দাবিতে যুব সংগঠন ডিওয়াইএফআই’কে দিয়ে বাইক মার্চ করানোর রাস্তায় হাঁটল রাজ্যের এই বিরোধী দল৷ আজ বৃহস্পতিবার শিল্পাঞ্চল আসানসোল থেকে ৬০০ বাইক নিয়ে

কোথায় কর্মসংস্থান? নবান্নে জবাব চাইতে গিয়ে মিছল আটকাল পুলিশ

কলকাতা: ফসলের ন্যায্য দাম ও কৃষিঋণ মকুবের পাশাপাশি রাজ্যে শিল্পস্থাপনের দাবিকে সামনে রেখে দলের কৃষক সংগঠনকে ময়দানে নামিয়ে সম্প্রতি সিঙ্গুর থেকে কলকাতা লং মার্চ করেছে সিপিএম। এবার বাংলার বেকারদের কর্মসংস্থান ও উপযুক্ত ভাতার দাবিতে যুব সংগঠন ডিওয়াইএফআই’কে দিয়ে বাইক মার্চ করানোর রাস্তায় হাঁটল রাজ্যের এই বিরোধী দল৷ আজ বৃহস্পতিবার শিল্পাঞ্চল আসানসোল থেকে ৬০০ বাইক নিয়ে এই যাত্রা শুরু হয়৷অভিযোগ মিছিল শুরু হতেই পথ আটকায় পুলিশ৷ পুলিশকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বাম যুব কর্মীরা৷ পরে আসানসোলে কিছুক্ষণ পথ অবরোধও করেন তাঁরা৷

জানা গিয়েছে, এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করার জন্য সময় চাওয়া হয়৷ কিন্তু, অনুুমতি মেলেনি৷ ফলে তারা নবান্নের অদূরে বেলেপোলে জমায়েত হয়ে একটি সভা করবে বলে ঠিক করেছে৷ প্রতি বাইকের দু’জন আরোহী ছাড়াও কলকাতা ও হাওড়ার যুব সংগঠনের সমর্থকরা সেখানে হাজির থাকবে। তবে পুলিস শেষমেশ সমাবেশও করতে না দিলে সেখানেই পথ অবরোধ করবে বলে হুমকি দিয়েছে সংগঠনের রাজ্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *