দিসপুর: রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তাই বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে চলতি বছরের মধ্যেই। এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তা কী সেই বড় সিদ্ধান্ত? জানা গিয়েছে, বিতর্কিত ‘আফস্পা’ রাজ্য থেকে তুলে নেওয়া হতে পারে। সব ঠিক থাকলে ডিসেম্বর মাসের মধ্যেই ‘আফস্পা’ তুলে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করবে অসম সরকার।
সম্প্রতি দেরগাঁও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বক্তব্য রাখেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখান থেকেই তিনি এই ঘোষণা করেন। এই প্রেক্ষিতে জানান, সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ প্রত্যাহারের পর সেই দায়িত্ব সামলাবে অসম পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জায়গা নেবে রাজ্য পুলিশের ব্যাটালিয়ন। মুখ্যমন্ত্রীর কথায়, আগের থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা অনেক ভালো হয়েছে, রাজ্যের পরিস্থিতিও অনেক স্বাভাবিক হয়েছে। তাই এই সিদ্ধান্ত বজায় রাখার এই মুহূর্তে কোনও কারণ নেই। তাও পরিস্থিতি পর্যালোচনা করতে আরও কিছুটা সময় লাগবে। তবে ইঙ্গিত দিয়েছেন, এই বছরের মধ্যেই রাজ্য থেকে উঠে যেতে পারে ‘আফস্পা’।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মায়ের ভিক্ষাবৃত্তির খুচরো পয়সায় স্কুটি কিনলেন ছেলে! Nadia’s Rakesh buys scooter using Re. 1 coins” width=”789″>
নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে ‘আফস্পা’ নিয়ে কম বিতর্ক নেই। দীর্ঘ দিন ধরে এই নিয়ম প্রত্যাহারের আর্জি জানান হয়েছে। তবে সেই নিয়ে কোনও পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু ২০২২ সালের মার্চ মাসে জানা যায়, মোদী সরকারের পক্ষ থেকে এই রাজ্যগুলিতে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অঞ্চলগুলিতে ১৯৫৮ সালে আফস্পা আইন জারি করেছিল কেন্দ্রীয় সরকার।