নয়াদিল্লি: তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’ সাড়া ফেলেছিল রাজনৈতিক মহলে৷ এই যাত্রায় পা মিলিয়েছিলেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা৷ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন রাহুল গান্ধী। দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছিল তাঁর এই কর্মসূচি৷ তাতে শয়ে শয়ে মানুষ যোগও দিয়েছিলেন। সেই রাহুল গান্ধীই এ বার অন্য ভূমিকায়। নতুন করে এক শ্রেণির মানুষের কাছে পৌঁছে গেলেন তিনি। শুনলেন তাঁদের ‘মন কি বাত’!
সম্প্রতি রাহুলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তাতে দেখা গিয়েছে, দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছেন কংগ্রেস নেতা৷ তবে প্রাইভেট গাড়ি, জেট কিংবা ট্রেনে চেপে নয়৷ বরং তিনি চড়ে বসেন একটি ট্রাকে৷ হরিয়ানার অম্বালার কাছে সোমবার রাতে ওই ট্রাকে চড়েন সোনিয়া তনয়। চালকের পাশের আসনে গিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। একেবারে খোশমেজাজে ধরা দেন রাহুল৷
जननायक @RahulGandhi जी ट्रक ड्राइवर्स की समस्या जानने उनके बीच पहुंचे।
राहुल जी ने उनके साथ दिल्ली से चंडीगढ़ तक का सफर किया।
मीडिया रिपोर्ट्स के मुताबिक, भारत की सड़कों पर करीब 90 लाख ट्रक ड्राइवर्स हैं। इनकी अपनी समस्याएं हैं। इनके ‘मन की बात’ सुनने का काम राहुल जी ने किया। pic.twitter.com/Bma2BCjGpY
— Congress (@INCIndia) May 23, 2023
সূত্রের দাবি, এ বার একেবারে ট্রাকচালকদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। তাঁদের মাঝে দাঁড়িয়ে তাঁদের সমস্যার কথা শুনেছেন। শোনেন তাঁদের অভিজ্ঞতার কথা৷ ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, রাহুল শিমলা যাচ্ছিলেন। সেখানে বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার বাড়িতে রয়েছেন মা সনিয়া গান্ধী৷ তাই শিমলাতেই মায়ের সঙ্গে কিছু সময় কাটাতে যাচ্ছিলেন রাহুল। পথে হরিয়ানার সোনিপতে একটি ধাবায় থামেন তিনি। তারপর সেখান থেকেই ট্রাকচালকদের সঙ্গে কথা বলতে বলতে রওনা দেন। শোনেন তাঁদের ‘মনের কথা’৷ এদিন রাহুলকে একটি ট্রাকে উঠে চালকের পাশের আসনে বসতে দেখা যায়৷ সেই ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
