শ্রীনগরে গুলির লড়াই, এনকাউন্টারে খতম পুলিশের বাসে হামলায় যুক্ত ৩ জইশ জঙ্গি

শ্রীনগরে গুলির লড়াই, এনকাউন্টারে খতম পুলিশের বাসে হামলায় যুক্ত ৩ জইশ জঙ্গি

শ্রীনগর: শ্রীনগরে রাতভর গুলির লড়াইে খতম জইশ-ই-মহম্মদ নেতা সহ ৩ জঙ্গি৷ পুলিশের দাবি, গত ১৩ ডিসেম্বর পুলিশের বাসে হামলার সঙ্গে যুক্ত ছিল মৃত জইশ নেতা৷ অন্যদিকে শ্রীনগরের পান্থাচকে রাতভর চলা গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান-সহ তিন পুলিশকর্মী। 

আরও পড়ুন- ওমিক্রন রুখতে কোন বিষয়গুলিতে জোর? স্পষ্ট করলেন এইমস প্রধান

গত ১৩ ডিসেম্বর জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল তিন পুলিশ কর্মীর৷ আহত হন বেশ কয়েকজন৷ শ্রীনগরের জেওয়ানে পুলিশ ছাউনির কাছে পুলিশের একটি বাসে হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা। সেই হামলার পিছনে ছিল জইশ জঙ্গি নেতা সুহেল আহমেদ রাথের। গতকাল পান্থাচকে দুই পক্ষের গুলির লড়াইয়ে খতম সেই রাথের৷ অকুস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ৷ 

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ৷ তিন জঙ্গির মৃত্যুর পর পুলিশ জানিয়েছে,  শ্রীনগরে পুলিশের বাসে হামলাকারী প্রত্যেক জঙ্গিরই মৃত্যু হয়েছে। গত ৩৬ ঘণ্টায় জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ে এই নিয়ে ৯ জন জঙ্গির মৃত্যু হল। এর আগে, বুধবার বিকেলে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ ও কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দু’টি পৃথক গুলির লড়াইয়ে দুই পাকিস্তানি নাগরিক-সহ ছয় জঙ্গির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শ্রীনগরের উপকন্ঠে অবস্থিত পান্থাচকের গোমান্দের মহল্লায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে যায় পুলিশ। পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে ঢুকতে গেলেই ভিতর থেকে গুলি চলতে শুরু করে। আহত হন দুই পুলিশকর্মী। এরপরই এলাকায় উপস্থিত সিআরপিএফ বাহিনীর কাছে সাহায্য চায়৷ গুলির লড়াই শুরু হতেই আহত হন এক পুলিশ কর্মী ও সিআরপিএফ জওয়ান৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এরপরেও দীর্ঘক্ষণ ধরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত মৃত্যু হয় তিন জঙ্গির৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আবার রক্তক্ষরণ কাশ্মীরে! জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার, শহিদ ৫ জওয়ান

আবার রক্তক্ষরণ কাশ্মীরে! জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার, শহিদ ৫ জওয়ান

শ্রীনগর: উৎসব মরশুম শুরু হয়ে গিয়েছে দেশে কিন্তু জম্মু-কাশ্মীর আছে জম্মু-কাশ্মীরেই! আজ সেখানে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার হয়েছে সেনা জওয়ানদের এবং শহিদ হয়েছেন মোট ৫ জন সেনা কর্মী। জম্মু-কাশ্মীরের পুঞ্চের সুরানকোট এলাকায় এই ঘটনা ঘটে।

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর এবং সেখানে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। আজও একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এনকাউন্টার চলাকালীন শহিদ হয়েছেন ৫ জন সেনা কর্মী যাদের মধ্যে ছিলেন একজন জুনিয়র কমিশনড অফিসার। যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল বলে আগে থেকেই খবর পেয়েছিল সেনাবাহিনী। সেই প্রেক্ষিতেই সেখানে অভিযান চালায় তারা। তল্লাশি অভিযান চলার সময় অতর্কিতে তাদের ওপর হামলা চালায় জঙ্গিরা এবং গুলি বর্ষণ করতে থাকে। আচমকা ওই হামলায় গুলিবিদ্ধ হন ওই ৫ সেনা কর্মী এবং পরবর্তী ক্ষেত্রে তাদের মৃত্যু হয়। জানা গিয়েছে, সুরানকোট মোঘল রোডের কাছে জঙ্গল থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা। উল্লেখ্য এদিন সকাল থেকেই বান্দিপুর এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনাবাহিনীর এবং সেখানে একজন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। অন্যদিকে অনন্তনাগেও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

লাগাতার বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রয়েছে উপত্যকা এলাকা কারণ জঙ্গিরা ইতিমধ্যেই প্রায় ৭ জন সাধারণ মানুষকে হত্যা করেছে। চলতি মাসেই উপত্যকায় যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগে উপত্যকার এই পরিস্থিতির যথেষ্ট উদ্বেগের রাখছে নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনিক কর্তাদের। আপাতত যা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিন একই ধরনের ঘটনা ঘটবে তা অনুমান করা যায়। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর জম্মু-কাশ্মীর সফর ঘিরে চিন্তা বাড়ছে বৈ কমছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *