‘বিক্রম’-এর নকশা তাঁর তৈরি! চন্দ্রযানের কৃতিত্ব দাবি করে গ্রেফতার ভুয়ো ‘বিজ্ঞানী’

‘বিক্রম’-এর নকশা তাঁর তৈরি! চন্দ্রযানের কৃতিত্ব দাবি করে গ্রেফতার ভুয়ো ‘বিজ্ঞানী’

সুরাট: ২৩ অগাস্ট ইতিহাস সৃষ্টি করে চাঁদের মাটিতে পা দিয়েছে ভারত। ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান ৩-র সফট ল্যান্ডিং করিয়েছেন চাঁদের দক্ষিণ মেরুতে। তারপর থেকে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান ইতিমধ্যেই নিজের কাজ শুরু করে দিয়েছে। ইসরো এই সাফল্য নিয়ে যখন গোটা দেশ মত্ত ঠিক তখনই এক ভুয়ো ‘বিজ্ঞানী’ ধরা পড়লেন পুলিশের জালে। তিনি নিজেকে ইসরোর বিজ্ঞানী বলে দাবি করে চন্দ্রযান ৩-এর কৃতিত্বও দাবি করেন। এখন জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। 

চন্দ্রযান ৩-এর সাফল্যের পর গুজরাটের এক বাসিন্দা মিতুল স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করেন যে, ল্যান্ডার বিক্রম তৈরির নেপথ্যে তাঁর অবদান রয়েছে। শুধু তাই নয়, ল্যান্ডারের প্রাথমিক নকশা তৈরি করেছেন তিনিই। ইসরোর নিয়োগপত্রও প্রমাণ হিসাবে দেখান মিতুল। তবে প্রথম থেকেই বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় ওই ব্যক্তির মন্তব্য পুলিশের কান এড়ায়নি। তৎক্ষণাৎ তদন্ত শুরু করলে তারা জানতে পারেন ওই ব্যক্তি ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছেন। তিনি যা যা বলছেন সবই মিথ্যে। এরপর অপরাধ দমন শাখা জালিয়াতির অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মিতুলকে গ্রেফতার করে সুরাট পুলিশ। 

তবে এই ব্যক্তি যে নিয়োগ পত্র দেখিয়েছিলেন তাতে লেখা ইসরোর ‘অ্যানসিয়েন্ট সায়েন্স অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট’-এর সহকারী চেয়ারম্যান তিনি। ইসরোর ‘স্পেস রিসার্চ মেম্বার’ও এই ব্যক্তি। কিন্তু তিনি যে কোনও ভাবেই ইসরোর সঙ্গে যুক্ত নন তার প্রমাণ পেয়েছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *