১৭ অ-বিজেপি দল থাকছে সংসদ ভবনের উদ্বোধনে, স্বস্তিতে মোদী শিবির

১৭ অ-বিজেপি দল থাকছে সংসদ ভবনের উদ্বোধনে, স্বস্তিতে মোদী শিবির

নয়াদিল্লি: আগামী ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধন করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু অধিকাংশ বিরোধীদল এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। এদের মধ্যে রয়েছে কংগ্রেস, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, আপ সহ ১৯ টি রাজনৈতিক দল। তারা দাবি করেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে কখনই সমর্থন করছে না তারা। যদিও কেন্দ্রের তরফ থেকে সকলকে একজোট হওয়ার বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তায় আপাতত সাড়া দিয়েছে বাকি কিছু বিরোধী দলগুলি। ১৭টি অ-বিজেপি দল এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছে বলে খবর। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বদলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন তা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ। তাদের দাবি, দেশের সাংবিধানিক প্রধান হলে রাষ্ট্রপতি। তাঁকে বাদ রেখে প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধন করবেন তা মানা যায় না। কিন্তু বাকি ওই ১৭টি অ-বিজেপি দল কিন্তু তেমনটা ভাবছে না। তারা এই অনুষ্ঠানে থাকার কথাই জানিয়েছে। ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, পঞ্জাবের শিরোমণি অকালি দল সহ একাধিক দল এই তালিকায় আছে। আগামী বছরের লোকসভা ভোটের আগে এই দলগুলির ‘সমর্থন’ বিজেপিকে আলাদা অক্সিজেন দেবে বৈকি।