বাংলাকে আফগানিস্তান বানানোর চেষ্টা! বারাকপুর গুলিকাণ্ডে রাজ্যকে তোপ দিলীপের

বাংলাকে আফগানিস্তান বানানোর চেষ্টা! বারাকপুর গুলিকাণ্ডে রাজ্যকে তোপ দিলীপের

কলকাতা: বারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় ব্যাপক শোরগোল রাজ্যে। এই ঘটনায় মৃত্যু হয়েছে দোকান মালিকের সদ্য বিবাহিত ছেলের এবং গুরুতর জখম মালিকও। শুটআউটের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের পথে স্বর্ণ ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় ভয় সিটিয়ে আছেন যে, দিনে-দুপুরে এমন ঘটনা কী ভাবে হল। স্বাভাবিকভাবেই রাজ্যের আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর এই ঘটনায় মুখ খুলে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। 

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ মন্তব্য করেন, বাংলাকে আফগানিস্তান তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে গিয়েছে। বোমা-বন্দুকের খেলা চলছে রাজ্যজুড়ে। তিনি আরও বলেন, জায়গায় জায়গায় নিজেদের মধ্যে লড়াই চলছে আর তার জন্য ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। যদিও তৃণমূলের তরফে পাল্টা বলা হয়েছে, বিজেপি সবকিছুতে রাজনীতি খুঁজছে। কিন্তু এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ সূত্র নেই। দুষ্কৃতীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করার কাজ পুলিশ করছে।