অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা শুভেন্দুর

অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা শুভেন্দুর

 কলকাতা: বিনা অনুমতিতে জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! এই অভিযোগে অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৭ জুন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানি হতে পারে৷ 

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর আইনজীবী উচ্চ আদালতে এই মামলা দায়ের করেন৷ তাঁর অভিযোগ, চলতি মাসে উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়েই মিছিল করেছেন অভিষেক। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, জাতীয় সড়ক আইন অনুযায়ী, অনুমতি ছাড়া রাস্তা আটকে মিছিল করা যায় না৷ 

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’৷ জেলায় জেলায় সফর করছেন অভিষেক। কোচবিহার,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে মে মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মালদহে পৌঁছন তিনি। এর পরে ওই জাতীয় সড়ক ধরেই মুর্শিদাবাদের  ফরাক্কায় ঢোকেন তিনি। সেই সময় একাধিক জায়গায় জাতীয় সড়ক আটকে তিনি মিছিল করেছেন বলে গেরুয়া শিবিরের অভিযোগ।