তদন্ত কোন পর্যায়ে? অনুব্রতর এক মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের

তদন্ত কোন পর্যায়ে? অনুব্রতর এক মামলায় সিবিআইকে নোটিস সুপ্রিম কোর্টের

CBI

নয়াদিল্লি: গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এক মামলায় এবার সিবিআইকে নোটিস দিল শীর্ষ আদালত। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা জানা দরকার বলে স্পষ্ট করেছেন বিচারপতি। এই প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। কিন্তু ঠিক কোন মামলায় এই নির্দেশ দেওয়া হল, যাতে কিছুটা হলেও চাপ বাড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার? 

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অনুব্রত। সেই মামলাতেই এসেছে এই নির্দেশ। তৃণমূল নেতার আইনজীবীর বক্তব্য ছিল, তাঁর মক্কেল ১৪ মাস জেলে কাটিয়ে দিচ্ছেন অথচ এই মামলার ‘কিংপিন’ জামিন পেয়েছে। একমাত্র অনুব্রত মণ্ডলই জেলে আছেন। তাই তাঁকে দ্রুত জামিন দেওয়া হোক। তবে আদালত জানিয়েছে, আগে সিবিআই এই বিষয়ে কী বলছে তা জানা দরকার। তাদের রিপোর্ট পাওয়ার পরেই এই জামিন ইস্যু নিয়ে বিবেচনা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =