রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ! অ্যাডভান্টেজ পাবে কংগ্রেস? আরও জোরালো হবে বিরোধী আন্দোলন?

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ! অ্যাডভান্টেজ পাবে কংগ্রেস? আরও জোরালো হবে বিরোধী আন্দোলন?

নয়াদিল্লি:  নিশানায় ছিলেন নীরব মোদি এবং ললিত মোদি। সেই সূত্রে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন সব চোরেদের পদবিই কী মোদি হয়? আর তাতেই রাহুলের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলে গুজরাটের বিজেপি নেতা যে মামলা দায়ের করেছিলেন তার রায়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু’বছর জেলের সাজা শুনিয়েছে সুরাটের একটি নিম্ন আদালত। নিয়ম অনুযায়ী দু’বছর জেলের সাজা হওয়ায় রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গেল। তবে তিনি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা করেছেন। কংগ্রেসের অভিযোগ রাহুল গান্ধী যেভাবে বিজেপির বিরোধিতা করছেন সেই কারণেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে গেরুয়া শিবিরের মদতে। সরাসরি আদালতের সমালোচনা না করে এই ইস্যুতে বিজেপিকেই নিশানা করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে এত দ্রুত লোকসভার সচিবালয় যে এই ইস্যুতে ব্যবস্থা নেবে রাহুলের বিরুদ্ধে, সেটা কেউ ভাবতে পারেনি। শুক্রবার দুপুরেই লোকসভা সচিবালয় জানিয়ে দিয়েছে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করে দেওয়া হল।

সদ্য ভারত জোড়ো যাত্রা   করেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের দাবি দেশ জুড়ে সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন পেয়েছেন রাহুল। এই পরিস্থিতিতে রাহুল শুধুমাত্র কংগ্রেস নেতা হিসেবেই রাজনীতিতে এখন থাকবেন। ইতিমধ্যেই কংগ্রেস ঘোষণা করেছে সংসদের বাইরে এবং ভিতরে এই ইস্যুতে সরব হবে তারা। কিন্তু প্রশ্ন এটা কি বিজেপির ভুল চাল হয়ে গেল না? তথাকথিত অপরাধ বলতে যা বোঝায় রাহুল সেটা করেননি বলে কংগ্রেসের দাবি। কংগ্রেস নেতৃত্ব বলছেন রাহুল চুরি করেননি, ডাকাতি করেননি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন বলে তাঁকে এই চরম সাজা দেওয়া হল। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এর ফলে রাহুলের দিকে সহানুভূতির হওয়া বইতে পারে। আগামী নির্বাচনগুলিতে যার ফায়দা তুলতে পারবে কংগ্রেস।

রাহুল ইস্যুতে কংগ্রেস নতুন করে বিজেপির বিরুদ্ধে ময়দানে নামার সুযোগ পেয়ে গেল বলেও রাজনৈতিক মহল মনে করছে। সবচেয়ে বড় কথা কংগ্রেসের মধ্যে যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বিভিন্ন রাজ্যে, সেসব ভুলে সমস্ত স্তরের নেতা-নেত্রী এক হয়ে ময়দানে নামতে চলেছেন বলেই কংগ্রেস সূত্রে খবর। অর্থাৎ রাহুল ইস্যুতে কংগ্রেস নতুন উদ্যমে রাজনৈতিক ময়দানে নেমে পড়তে চলেছে। এতে তাদের রাজনৈতিক লাভ হবে বলেই মনে করা হচ্ছে। তাই গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই চোখ থাকবে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 4 =