মহাজাগতিক বিশ্বের বিস্ময় দেখতে এখনই দেখুন আকাশ, খালি চোখেই দেখা যাবে ধূমকেতু

আজ রবিবার খালি চোখে সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু উইর্টানেনকে দেখা যাবে৷ সন্ধ্যায় আকাশে চোখ রাখলেই মিলবে নীল সবুজ রঙের ধূমকেতু৷ নাসা জানিয়েছে, ৭০ বছর পর পৃথিবীর এত কাছে এসেছে এই উজ্জ্বল ধূমকেতুটি৷ যার নাম ‘৪৬পি উইর্টানেন’। পৃথিবী থেকে ১১.৪ মিলিয়ান কিলোমিটার দূরে অবস্থান করবে এই ধূমকেতুটি৷ যা পৃথিবী ও চাঁদের দূরত্বের ৩০ গুণ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশে

মহাজাগতিক বিশ্বের বিস্ময় দেখতে এখনই দেখুন আকাশ, খালি চোখেই দেখা যাবে ধূমকেতু

আজ রবিবার খালি চোখে সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু উইর্টানেনকে দেখা যাবে৷ সন্ধ্যায় আকাশে চোখ রাখলেই মিলবে নীল সবুজ রঙের ধূমকেতু৷ নাসা জানিয়েছে, ৭০ বছর পর পৃথিবীর এত কাছে এসেছে এই উজ্জ্বল ধূমকেতুটি৷ যার নাম ‘৪৬পি উইর্টানেন’। পৃথিবী থেকে ১১.৪ মিলিয়ান কিলোমিটার দূরে অবস্থান করবে এই ধূমকেতুটি৷ যা পৃথিবী ও চাঁদের দূরত্বের ৩০ গুণ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশে মেঘ না থাকলে সব দেশ থেকে সহজেই দেখা যাবে এই ধূমকেতুকে৷

ধূমকেতুটি এরই মধ্যে টেলিস্কোপের যাহায্যে দেখা মিলেছে৷ খালি চোখে রবিবার দেখা গেলেও বাইনোকুলার বা টেলিস্কোপ থাকলে তা অবশ্যই আরও স্পষ্ট হবে৷ ক্যালিফোর্নিয়াতে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির এক বিজ্ঞানী বলেন, ‘এটি পৃথিবীর সবচেয়ে কাছের ধূমকেতু। কয়েক শতাব্দী ধরে পৃথিবীর দিকে একটু একটু করে এগিয়ে আসছে তা। এত বছরের মধ্যে এটি আমাদের দেখা উজ্জ্বলতম ধূমকেতুগুলির মধ্যে একটি। ১৯৪৮ সালে জ্যোতির্বিজ্ঞানী কার্ল উইর্টানেন এই ধূমকেতুটি আবিষ্কার করেন। সব ধূমকেতুর মতোই এটিও সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথে ঘুরে চলেছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে সাড়ে ৫ বছর। রবিবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে এই ধূমকেতুটি। যার জেরে উজ্জ্বল দেখাবে তাকে। এই শতাব্দীতে আর কখনও পৃথিবীর এত কাছে আসবে না এই ধূমকেতুটি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twenty =