বছর শেষে নয়া রিচার্জ প্ল্যান আনল Jio

লঞ্চ হল ‘Jio Happy New Year Offer’। এই অফারে ৩৯৯ টাকা প্রিপেড রিচার্জে Jio গ্রাহকরা ১০০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে নতুন এই অফার৷ ৩৯৯ টাকার Ajio কুপন পাবেন গ্রাহকরা। Ajio অ্যাপ থেকে জামাকাপড় কেনার সময় এই কুপন ব্যবহার করে ছাড় পাওয়া যাবে৷ সেলিব্রেশান প্যাকে অতিরিক্ত 2GB ডাটা দেওয়ার পরে এই অফার নিয়ে

বছর শেষে নয়া রিচার্জ প্ল্যান আনল Jio

লঞ্চ হল ‘Jio Happy New Year Offer’। এই অফারে ৩৯৯ টাকা প্রিপেড রিচার্জে Jio গ্রাহকরা ১০০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে নতুন এই অফার৷ ৩৯৯ টাকার Ajio কুপন পাবেন গ্রাহকরা। Ajio অ্যাপ থেকে জামাকাপড় কেনার সময় এই কুপন ব্যবহার করে ছাড় পাওয়া যাবে৷ সেলিব্রেশান প্যাকে অতিরিক্ত 2GB ডাটা দেওয়ার পরে এই অফার নিয়ে এল মুকেশ আম্বানির কোম্পানি৷

হ্যাপ্পি নিউ ইয়ার অফারে Jio প্রিপেড গ্রাহকরা ৩৯৯ টাকা রিচার্জ করলে সম মুল্যের Ajio কুপন বিনামূল্যে পাবেন গ্রাহকরা৷ Ajio অ্যাপ থেকে কেনাকাটায় এই কুপন রিডিম করা যাবে৷ Myjio অ্যাপ এর কুপন বিভাগে এই কুপন দেখা যাবে৷ Ajio ওয়েবসাইট থেকে অন্তত এক হাজার টাকা কেনাকাটায় এই কুপন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷ ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে Jio হ্যাপ্পি নিউ ইয়ার অফার৷ তবে এই সময়ে পাওয়া কুপন ১৫ মার্চের মধ্যে কেনাকাটা করে রিডিম করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eleven =