জানুয়ারিতে নয়া বাইক আনছে Yamaha

আগামী ২১ জানুয়ারি নতুন বাইক বাজারে আনছে Yamaha। তবে এই বাইক সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি জাপানের কোম্পানিটি৷সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, জানুয়ারিতে বাজারে আসবে নতুন জেনারেশানের FZ-FI৷ ইতিমধ্যেই একাধিকবার পরীক্ষার সময় এই মোটরসাইকেল ভারতের রাস্তায় দেখা গিয়েছে৷ ২০১৪ সালে শেষ আপডেট হয়েছে FZ সিরিজ৷ এবার Yamaha FZ-FI লঞ্চ করতে পারে জাপানি এই সংস্থা৷

জানুয়ারিতে নয়া বাইক আনছে Yamaha

আগামী ২১ জানুয়ারি নতুন বাইক বাজারে আনছে Yamaha। তবে এই বাইক সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি জাপানের কোম্পানিটি৷সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, জানুয়ারিতে বাজারে আসবে নতুন জেনারেশানের FZ-FI৷ ইতিমধ্যেই একাধিকবার পরীক্ষার সময় এই মোটরসাইকেল ভারতের রাস্তায় দেখা গিয়েছে৷ ২০১৪ সালে শেষ আপডেট হয়েছে FZ সিরিজ৷ এবার Yamaha FZ-FI লঞ্চ করতে পারে জাপানি এই সংস্থা৷

সম্প্রতি, পরীক্ষার সময় Yamaha FZ-FI মোটরসাইকেলের একাধিক ছবি সামনে এসেছে৷ নতুন জেনারেশানে থাকছে একাধিক নতুন ফিচার৷ নতুন Yamaha FZ-FI তে থাকতে পারে ABS আর LED হেডল্যাম্প৷ যদিও ওই দিন R15 V3 অথবা MT-15 মোটরসাইকেলের নতুন ভার্সান লঞ্চ করতে পারে Yamaha৷ নতুন Yamaha FZ মোটরসাইকেলে থাকছে নতুন ডিজাইনের তেলের ট্যাঙ্ক৷ আগের থেকে একটু বড় এই ট্যাঙ্ক৷ আগে এই মোটরসাইকেলে স্টেপ আপ সিট থাকলেও নতুন FZ মোটরসাইকেলে থাকছে সিঙ্গেল সিট৷ মোটরসাইকেলের পিছনের নতুন ডিজাইন ব্যবহার হয়েছে৷ নতুন FZ-FI মোটরসাইকেলে যোগ হয়েছে LED টেল ল্যাম্প৷ সঙ্গে থাকছে ১০ স্পোক ডিজাইনের অ্যালয় হুইল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =