সরাসরি আকাশপথে আন্দামান যাওয়ার সুবিধা

নয়াদিল্লি: বিদেশি পর্যটকেরা এবার থেকে সরাসরি আকাশপথে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারবেন। সেজন্য কেন্দ্রীয় সরকার পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে একটি অভিবাসন চেক পোস্টের ব্যবস্থা করল। যাতে বৈধ কাগজপত্র থাকা বিদেশি পর্যটকেরা পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের মাধ্যমে ভারতে প্রবেশ করতে পারেন। পাশাপাশি ওই বিমানবন্দরের মাধ্যমেই ভারত থেকে ফিরে যাওয়ার সুযোগ পান। একদিন আগেই আন্দামানের তিনটি দ্বীপের

সরাসরি আকাশপথে আন্দামান যাওয়ার সুবিধা

নয়াদিল্লি: বিদেশি পর্যটকেরা এবার থেকে সরাসরি আকাশপথে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারবেন। সেজন্য কেন্দ্রীয় সরকার পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে একটি অভিবাসন চেক পোস্টের ব্যবস্থা করল। যাতে বৈধ কাগজপত্র থাকা বিদেশি পর্যটকেরা পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের মাধ্যমে ভারতে প্রবেশ করতে পারেন। পাশাপাশি ওই বিমানবন্দরের মাধ্যমেই ভারত থেকে ফিরে যাওয়ার সুযোগ পান। একদিন আগেই আন্দামানের তিনটি দ্বীপের নাম পরিবর্তনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রস আইল্যান্ডের নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। নীল ও হ্যাভলক আইল্যান্ডের নতুন নাম হয়েছে যথাক্রমে শহিদ ও স্বরাজ দ্বীপ। এবার আন্দামান ও নিকোবরে বিদেশি পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে নয়া উদ্যোগ নিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা একটি বিজ্ঞাপ্তিতে জানানো হল, বিদেশি পর্যটকেরা এবার থেকে সরাসরি পোর্ট ব্লেয়ার বিমানবন্দর ব্যবহার করতে পারবেন ভারতে প্রবেশ ও ভারত থেকে ফিরে যাওয়ার জন্য। পাশাপাশি অন্য একটি বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের এই অভিবাসন চেক পোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে আন্দামান ও নিকোবরের পুলিস সুপার (সিআইডি)-কে। বছরের শেষ দিন অর্থাৎ সোমবার থেকেই তা কার্যকর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *