পরিবেশ রক্ষায় বিকল্প নোবেল উঠল এই কিশোরীর হাতে

ওয়াশিংটন: জলবায়ু পরিবর্তন রোধে লড়াই চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসাবে কিশোরী গ্রেটা থুনবার্গকে বিকল্প নোবেল ‘রাইটস লাইভলিহুড’ পুরস্কারে ভূষিত করা হল৷ গ্রেটা সহ আরও চারজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে৷ পরিবেশ রক্ষার লড়াই করার জন্য এই কিশোরীকে পুরস্কার দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার অবদানের জন্য৷ ১৯৮০ সাল থেকে এই সংস্থাটি দিয়ে আসছে পরিবেশ ও উন্নয়নশীল দেশগুলিতে

পরিবেশ রক্ষায় বিকল্প নোবেল উঠল এই কিশোরীর হাতে

ওয়াশিংটন: জলবায়ু পরিবর্তন রোধে লড়াই চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসাবে কিশোরী গ্রেটা থুনবার্গকে বিকল্প নোবেল ‘রাইটস লাইভলিহুড’ পুরস্কারে ভূষিত করা হল৷ গ্রেটা সহ আরও চারজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে৷ পরিবেশ রক্ষার লড়াই করার জন্য এই কিশোরীকে পুরস্কার দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার অবদানের জন্য৷ ১৯৮০ সাল থেকে এই সংস্থাটি দিয়ে আসছে পরিবেশ ও উন্নয়নশীল দেশগুলিতে কাজের স্বীকৃতি হিসেবে৷

নোবেল কমিটিকে পরিবেশ সংক্রান্ত দুটি বিভাগ যোগ করার আহ্বান জানানো হয়েছিল৷ তবে নোবেল কমিটি আহ্বান বাতিল করে দেওয়ার পর থেকে এই পুরস্কার চালু করে এই সংস্থা৷ পুরস্কার পেয়ে গ্রেটা জানিয়েছেন, এই সম্মানের অধিকারী হতে পেরে আমি কৃতজ্ঞ৷ তবে অবশ্যই এই পুরস্কারের ভাগীদার একা আমি নই৷ বিশ্বব্যাপী তরুণ কিশোরী, স্কুলপড়ুয়া সব বয়সী মানুষ, যাঁরা তাঁদের বাসস্থান পৃথিবীকে রক্ষা করার আন্দোলন করছেন, আমি তাঁরে তাদের হয়ে পুরস্কার নিলাম৷ এদিন তাকে এক লক্ষ সুইডিশ ক্রোনা তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 19 =