প্রকাশ্যে চুম্বন করলেই দিতে হবে জরিমানা, পোশাক বিধি স্বরাষ্ট্র মন্ত্রকের

সৌদি: এবার থেকে আঁটোসাঁটো পোশাক পরলে অথবা প্রকাশ্যে চুম্বন করলে গুনতে হবে জরিমানা৷ এই সংক্রান্ত আরও ১৯টি কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে৷ প্রকাশ্যে এই ধরনের কোনও কাজ করলে জরিমানা ও জেল দুটিই হতে পারে বলে জারি হয়েছে কড়া নির্দেশ৷ সৌদি আরবের বিদেশি পর্যটকদ-সহ স্থানীয়দের জন্য এই একই বিধি কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে৷

প্রকাশ্যে চুম্বন করলেই দিতে হবে জরিমানা, পোশাক বিধি স্বরাষ্ট্র মন্ত্রকের

সৌদি: এবার থেকে আঁটোসাঁটো পোশাক পরলে অথবা প্রকাশ্যে চুম্বন করলে গুনতে হবে জরিমানা৷ এই সংক্রান্ত আরও ১৯টি কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে৷ প্রকাশ্যে এই ধরনের কোনও কাজ করলে জরিমানা ও জেল দুটিই হতে পারে বলে জারি হয়েছে কড়া নির্দেশ৷

সৌদি আরবের বিদেশি পর্যটকদ-সহ স্থানীয়দের জন্য এই একই বিধি কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে৷ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতির জারি করে জানানো হয়েছে, নতুন আইন অনুযায়ী নারী ও পুরুষ উভয়কে শালীন পোশাক পরতে হবে৷ প্রকাশ্যে চুম্বন থেকে সৌদি আরবের নাগরিক ও পর্যটকদের বিরত থাকতে হবে৷ সৌদি আরবে যাওয়া পর্যটকরা যাতে সেখানকার আচরণবিধি সম্পর্কে নিশ্চিত থাকেন সেই কারণে নতুন করে এই আইন প্রণয়ন করা হচ্ছে৷ প্রয়োজনে বিমানবন্দর থেকেই তাঁদের হাতে বিধি সংক্রান্ত তালিকা তুলে দেওয়া হতে পারে বলে চিন্তাভাবনা শুরু করেছে সৌদি প্রশাসন৷

জানা গিয়েছে শুধুমাত্র তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে এবার পর্যটনের ওপর গুরুত্ব বাড়াতে চলেছে সৌদি প্রশাসন৷ সম্প্রতি সৌদি আরবে পর্যটন ভিসা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সৌদিআরব৷ এই মুহূর্তে ৪৯টি দেশের নাগরিকদের জন্য এই ভ্রমণ ভিসা চালু করতে চলেছে বলে খবর৷ সেখানে এখন থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে ভিসা অন অ্যারিভাল সৌদি ভ্রমণ করতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *