গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, ইমরানকে মারধরের অভিযোগ

গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, ইমরানকে মারধরের অভিযোগ

ইসলামাবাদ: জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় এবার গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে তাঁকে গ্রেফতার করেছে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। বর্তমানে তিনি তাঁদের হেফাজতেই আছেন বলে জানা গিয়েছে। তবে বাহিনীর বিরুদ্ধে ইমরানকে মারধর করার অভিযোগও উঠেছে। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তরফে অভিযোগ করা হয়েছে, এদিন প্রায় জোর করেই তাঁদের দলের সুপ্রিমোকে তুলে নিয়ে যায় পাক রেঞ্জার্স বাহিনী। যাওয়ার পথে তাঁকে শারীরিকভাবে হামলা করা হয়েছে। এমনকি তাঁর আইনজীবীকেও মারধর করা হয় বলে দাবি। পাশাপাশি আরও বড় অভিযোগ, ইমরানকে গাড়িতে তুলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা কেউ জানতে পারছে না। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, তাঁকে অজ্ঞাত কোনও জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।