পড়ুয়াদের স্বার্থে শিক্ষকদের বদলির নিয়ম মানতেই হবে, নির্দেশ হাই কোর্টের

পড়ুয়াদের স্বার্থে শিক্ষকদের বদলির নিয়ম মানতেই হবে, নির্দেশ হাই কোর্টের

 কলকাতা: স্কুলে বদলির ক্ষেত্রে ইতিমধ্যেই নয়া নিয়ম কার্যকর করেছে রাজ্য সরকার। সেই নিয়ম শিক্ষকরা মানতে বাধ্য৷ নির্দেশ পালন না করলে তাঁদের চাকরি জীবনে ছেদ পড়বে৷  সোমবার স্পষ্ট ভাবে তা জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। 

বদলি সংক্রান্ত মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, বদলির নতুন নিয়ম নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। কিন্তু, রাজ্য সরকার যে বদলির নীতি এনেছে, শিক্ষকদের তা মানতেই হবে। তবে ওই নীতিতে কোথাও ত্রুটি রয়েছে কি না, সেটাও বিবেচনা করে  দেখা হবে। পরের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট নিজে জেনারেল উপস্থিত থেকে বিষয়টি জানাবেন। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

এর আগে বদলির জন্য শিক্ষকদের রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে হতো। কিন্তু, তাতে বিস্তর সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকদিন আগেই রাজ্যকে বদলি নীতি তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু, রাজ্যের আনা এই নয়া নিয়মের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় শিক্ষকদের একাংশ৷ এনিয়ে  মামলা ঠোকেন শর্মিষ্ঠা চন্দ্র সহ বেশ কয়েকজন শিক্ষক। সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতি বসু জানান, ‘ছাত্র এবং শিক্ষকের অনুপাত সঠিক করার জন্যই নতুন বদলির নিয়ম আনা হয়েছে। ছাত্রছাত্রীদের শিক্ষার বিষয়ে আদালত চিন্তিত। যে সব স্কুলে ছাত্র বেশি এবং শিক্ষক কম, সেখানে বদলি করা হলে যেতেই হবে। অন্য চাকরির ক্ষেত্রে তো বদলি নিয়ে সমস্যা হয় না। শুধু শিক্ষকরা কেন সুবিধামতো জায়গায় চাকরি করবেন? যেখানে ছাত্র থাকবে, সেখানে শিক্ষকদের যেতেই হবে।’