কলকাতা: তাঁর বিরুদ্ধে যে রায় এসেছে তাকে তিনি সম্মান করেন। কিন্তু নিয়োগ দুর্নীতিতে তিনি যুক্ত নন এবং তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যাবে না। শুক্রবার সিবিআই তলব আসার পর এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হুঙ্কার দিয়ে রাখলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ যদি মেলে তাহলে তিনিই সেই বিচারপতিকে বলবেন তাঁকে ফাঁসির আদেশ দিতে। তৃণমূল নেতার স্পষ্ট কথা, ‘নবজোয়ার’ কর্মসূচি আটকাতেই বিজেপি এই পন্থা নিয়েছে।
কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেকের তরফ থেকে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানান হলেও কোনও লাভ হয়নি। অবশেষে আজই সিবিআই তলব পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর হাজিরা দেওয়ার কথা। সেই হাজিরা প্রসঙ্গেই তাঁর বক্তব্য, ‘তৃণমূলের নবজোয়ার যাত্রা’কে থমকে দিতেই এই নোটিস পাঠানো হয়েছে। এর আগে কয়লা, গরুপাচার, সারদা কোনও মামলাতেই তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। তাঁকে আটকাতে তাঁর স্ত্রী এমনকি আপ্ত সহায়ককেও ছাড়া হয়নি। এবারও সেই একই জিনিস করা হচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তৃণমূলের খাসতালুক এগরায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মানস ভুঁইয়া, দোলা সেনরা!” width=”853″>
গোটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত তিনি করবেন না। মাথা কেটে দিলেও তিনি ‘জয় বাংলা’ বলবেন। তবে যদি তাঁর বিরুদ্ধে কিছু পাওয়া যায়, তাহলে তিনি নিজেই ফাঁসির মঞ্চে যাবেন।
As for my #JonoSanjogYatra, it will resume again on 22nd May’23 from the same location in Bankura where I stop today.
Unfazed by these events, I shall strive to serve the people of West Bengal with even greater dedication, zeal and commitment. Bring it on 💪🏼
— Abhishek Banerjee (@abhishekaitc) May 19, 2023