‘এক দেশ এক বেতন’ সুপারিশে কতটা সুবিধা পাবেন কর্মীরা?

কলকাতা: কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের ‘এক দেশ এক বেতন’ সুপারিশ কার্যকরের আশায় বুক বাঁধতে চলেছেন রাজ্যের কয়েক হাজার কর্মচারি৷ চলছে প্রচার৷ বিজেপির কর্মচারী মহলের আশা, ‘এক দেশ এক বেতনে’র প্রকল্প চালু করে প্রাথমিক শিক্ষকদের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ আগামী সপ্তাহে শ্রমমন্ত্রক আইন আনতে চলেছে লোকসভা ও রাজ্যসভায়৷ ঠিক কী থাকছে এই ব্যবস্থায়? (এই লিঙ্কে ক্লিক

‘এক দেশ এক বেতন’ সুপারিশে কতটা সুবিধা পাবেন কর্মীরা?

কলকাতা: কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের ‘এক দেশ এক বেতন’ সুপারিশ কার্যকরের আশায় বুক বাঁধতে চলেছেন রাজ্যের কয়েক হাজার কর্মচারি৷ চলছে প্রচার৷ বিজেপির কর্মচারী মহলের আশা, ‘এক দেশ এক বেতনে’র প্রকল্প চালু করে প্রাথমিক শিক্ষকদের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ আগামী সপ্তাহে শ্রমমন্ত্রক আইন আনতে চলেছে লোকসভা ও রাজ্যসভায়৷

ঠিক কী থাকছে এই ব্যবস্থায়? (এই লিঙ্কে ক্লিক করুন) কেন্দ্রের সুপারিশ কার্যকর হলে দেশের সবকটি রাজ্যকে একযোগে সমান বেতন দিতে হবে৷ পূর্বে ৪৫(২) ধারা অনুযায়ী বেতন দেওয়ার যে স্বাধীনতা রাজ্যের ছিল, সেটা আর খাটবে না। আইন সংশোধন করে নতুন আইন বলবত হতে চলেছে বলে খবর৷ লোকসভার স্ট্যান্ডিং কমিটি এই বিল অনুমোদন করেছে৷ সামনের সপ্তাহে লোকসভা ও রাজ্যসভায় পেশ হবে বলে খবর৷ এই আofficeইন অনুযায়ী রাজ্যের সমস্ত ধরনের কর্মচারীকে এমনকি বেসরকারি কর্মচারীর ক্ষেত্রেও কেন্দ্রীয় সুপারিশ অনুযায়ী বেতন দিতে হবে৷ যদি এই বছর পয়লা এপ্রিল থেকে কার্যকর করার উদ্যোগ নিয়েছে শ্রম মন্ত্রক ও কেন্দ্র সরকার৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক চিরঞ্জিত ধীবর জানান সর্বভারতীয় শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ বা ABRSM বহুদিন ধরে এ বিষয়ে সরব৷ প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে ডেপুটেশন দেয়৷ দফায় দফায় বৈঠক হয়৷ এদিকে তারই রাজ্য শাখা BNUPSS প্রাথমিক শিক্ষক দের জন্য ‘এক দেশ এক বেতন’ দেওয়ার দাবি নিয়ে জেলায় জেলায় ডেপুটেশন, বিকাশ ভবন অভিযান, কলকাতার রাজপথে বিশাল প্রতিবাদ মিছিল ইত্যাদির মাধ্যমে সরব হয়েছে৷ এর ফল মিলতে পারে আগামী সপ্তাহে৷ আশায় বুক বেঁধেছেন রাজ্যের কয়েক হাজার কর্মচারী৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *