শিক্ষকদের PRT স্কেল চালুর দাবিতে বিধানসভা চত্বর কাঁপাল বিজেপি

কলকাতা: শিক্ষার পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের বেতন বঞ্চনার অবসানের দাবিতে মহম্মদ আলি পার্ক থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করল বিজেপি শিক্ষক সেল৷ মিছিল থেকে একগুচ্ছ দাবি তোলা হয়৷ প্রাথমিক শিক্ষকদের অবিলম্বে PRT স্কেল চালু করা। শিক্ষকদের অবিলম্বে বকেয়া D.A.সহ পে-কমিশন প্রকাশ করে কেন্দ্রীয় হারে বেতন প্রদান করা। পার্শ্বশিক্ষক, MSK/SSK, ভোকেশনাল, শিক্ষাবন্ধু ও অন্যান্য

শিক্ষকদের PRT স্কেল চালুর দাবিতে বিধানসভা চত্বর কাঁপাল বিজেপি

কলকাতা: শিক্ষার পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের বেতন বঞ্চনার অবসানের দাবিতে মহম্মদ আলি পার্ক থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করল বিজেপি শিক্ষক সেল৷ মিছিল থেকে একগুচ্ছ দাবি তোলা হয়৷

প্রাথমিক শিক্ষকদের অবিলম্বে PRT স্কেল চালু করা। শিক্ষকদের অবিলম্বে বকেয়া D.A.সহ পে-কমিশন প্রকাশ করে কেন্দ্রীয় হারে বেতন প্রদান করা। পার্শ্বশিক্ষক, MSK/SSK, ভোকেশনাল, শিক্ষাবন্ধু ও অন্যান্য সহায়ক শিক্ষকদের কেন্দ্রীয় সমগ্র শিক্ষা অভিযান বেতন প্রদান করা। রাজ্যের প্রায় চার লক্ষাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ করা। রাজ্যের টেট পাশ করা পরীক্ষার্থীদের অবিলম্বে স্থায়ী শিক্ষক পদে নিয়োগের দাবিতে প্রায় পাঁচ হাজার শিক্ষক মছিলে পা মেলান৷ রবিবারের ছিলেন দিলীপ ঘোষ৷

বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার ইনচার্জ শ্যামলেন্দু বিশ্বাস, রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ, বুদ্ধদেব মণ্ডল এবং শান্তনু মণ্ডলের নেতৃত্বে প্রাথমিক শিক্ষকদের এক বিশাল মিছিল PRT স্কেলের দাবিতে মুখরিত হন। মিছিল শেষে ওয়াই চ্যানেলে ধর্না অবস্থান হয়। ধর্না মঞ্চে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সহ-সভাপতি ডা: সুভাষ সরকার, বিজেপি রাজ্য কমিটির সদস্য মোহান্তি, বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস ও আরও অন্যান্য নেতৃবৃন্দ৷

ধর্না অবস্থানের শেষে বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাসের নেতৃত্বে বিধানসভা অভিযান করা হয়৷ পুলিশ বিধানসভা ঢোকার আগেই মিছিলকে আটকে দেয়। দীপল বাবু সহ অন্যান্য অভিযানকারী শিক্ষকদের পুলিশ গ্রেপ্তার করে৷ পরে তাঁদের মুক্ত দেওয়া হয়৷

বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস বলেন, দলমত নির্বিশেষে শিক্ষকরা মহামিছিলে যোগদান করেছেন। মিছিলের বিশালতাই বলে দিচ্ছে শিক্ষকরা আমাদের রাজ্যে বিজেপিকে চাইছে। বিজেপিই একমাত্র পারে শিক্ষকদের সমস্ত বঞ্চনা দূর করতে।
বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ বলেন, প্রাথমিক শিক্ষকদের স্বার্থে বিজেপি শিক্ষক সেল সবসময় শিক্ষকদের পাশে আছে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের PRT স্কেল অবিলম্বে চালু না করলে বিজেপি শিক্ষক সেল আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *