আজ সিপিআইয়ের জনসভায় মূলবক্তা কানহাইয়া কুমার

কলকাতা: আজ বুধবার দুপুরে সিপিআইয়ের রাজ্য কমিটির ডাকে ধর্মতলায় জনসভা। দীর্ঘদিন বাদে একক কর্মসূচি হিসেবে দলীয় ব্যানারে জনসভা করছে তারা। সঙ্গত কারণে সভায় লোক সমাগমের দিকে নজর রয়েছে নেতৃত্বের। তবে এব্যাপারে তারা বাজিমাৎ করতে দেশে মোদিবিরোধী রাজনীতির দুই তরুণ জনপ্রিয় মুখ কানহাইয়া কুমার ও জিগ্নেশ মেবানিকে বক্তা হিসেবে হাজির করছে। কানহাইয়া এই দলেরই সদস্য। দলের

আজ সিপিআইয়ের জনসভায় মূলবক্তা কানহাইয়া কুমার

কলকাতা: আজ বুধবার দুপুরে সিপিআইয়ের রাজ্য কমিটির ডাকে ধর্মতলায় জনসভা। দীর্ঘদিন বাদে একক কর্মসূচি হিসেবে দলীয় ব্যানারে জনসভা করছে তারা। সঙ্গত কারণে সভায় লোক সমাগমের দিকে নজর রয়েছে নেতৃত্বের। তবে এব্যাপারে তারা বাজিমাৎ করতে দেশে মোদিবিরোধী রাজনীতির দুই তরুণ জনপ্রিয় মুখ কানহাইয়া কুমার ও জিগ্নেশ মেবানিকে বক্তা হিসেবে হাজির করছে। কানহাইয়া এই দলেরই সদস্য। দলের ছাত্র সংগঠনের অন্যতম নেতা ছিলেন তিনি। অন্যদিকে, মোদিবিরোধী রাজনীতির পরিসরে জিগ্নেশ গুজরাতের সীমানা ছাড়িয়ে দেশের দলিত সম্প্রদায়ের মধ্যে এখন বেশ জনপ্রিয়। তবে এই দুই তরুণ-তুর্কি কলকাতায় এসে মোদি তথা বিজেপির পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল এবং তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন কি না, সেটাই দেখার। এদিকে, বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে লোকসভা ভোটে কংগ্রেসের দোসর হতে নীতিগতভাবে আগেই রাজি হয়েছে সিপিআই। বাংলায় তারা বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরোধিতা করার জন্য বামজোটের সঙ্গে কংগ্রেসের আসন রফার পক্ষপাতী কি না, তা নিয়ে নেতৃত্বের কাছে আজ স্পষ্ট বার্তা চাইছে সমর্থকরা। এদিন দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ও শীর্ষস্থানীয় নেতা মঞ্জুকুমার মজুমদার ছাড়াও সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডির ভাষণ দেওয়ার কথা। তবে অসুস্থ সুধাকর রেড্ডি শেষ পর্যন্ত শহরে আসেন কি না, তা রাত পর্যন্ত নিশ্চিত করে বলেনি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *