কলকাতা: হরিশ মুখার্জি রোডে গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল, শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। কিন্তু এবার এই সিদ্ধান্তের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। এ নিয়ে মামলা রুজুর অনুমতি দিয়েছে আদালত।
আগামী ১৭ মে সন্ধ্যায় হ্যারিকেন মিছিল করতে চেয়ে প্রথমে পুলিশের দ্বারস্থ হয় আন্দোলনরত গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। কিন্তু সেখান থেকে কোনও অনুমতি না মেলায় উচ্চ আদালতে আবেদন করেছিলেন তারা। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা অনুমতি দিয়ে বলেন, নির্ধারিত রুটে চাকরির দাবিতে হ্যারিকেন নিয়ে মিছিল করতে পারবেন প্রায় ৬০০ জন চাকরিপ্রার্থী৷ এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। চাকরিপ্রার্থীদের দাবি, শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করবেন তাঁরা। কিন্তু, পুলিশ বেশ কিছু বিষয়ে আপত্তি তুলে তাঁদের মিছিল করার অনুমতি দেয়নি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান, শপথ নিয়ে বললেন প্রধান বিচারপতি! কে এই বিচারপতি?” width=”560″>
এর আগে আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মিছিল করেছিলেন ডিএ আন্দোলনকারীরা৷ আদালতের অনুমতিক্রমে শর্তসাপেক্ষে সেদিন মিছিল করেছিলেন আন্দোলনকারীরা। এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদেরও আদালতের একক বেঞ্চের অনুমতি মিলেছে। তবে অবশেষে তারা মিছিল করতে পারেন কিনা সেটাই দেখার।