তাপমাত্রা স্বাভাবিক তাও অনির্দিষ্টকালের গরমের ছুটি কেন? প্রতিবাদ-বিক্ষোভ শহরে

তাপমাত্রা স্বাভাবিক তাও অনির্দিষ্টকালের গরমের ছুটি কেন? প্রতিবাদ-বিক্ষোভ শহরে

কলকাতা: গরমের কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে সরকার, সরকার-পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্ত,  কবে ফের স্কুল খুলবে, তা জানেন না শিক্ষকরাও। এই ইস্যুতে এবার গর্জে উঠল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। অনির্দিষ্টকালের গরমের ছুটির বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ কর্মসূচি করল তারা।  ‘আর ছুটি নয়, আমরা স্কুলে পড়াতে চাই’ প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ দেখান অন্তত ২০০ শিক্ষক বলে দাবি তাঁদের। 

এদিন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গরমের অজুহাতে অনির্দিষ্টকালের জন্য স্কুল ছুটি দেওয়ার বিরুদ্ধে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখান থেকেই রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ছুটির তালিকা অনুযায়ী বিদ্যালয়গুলিতে আগামী ১৫ বা ২৪ মে থেকে ৩ সপ্তাহের জন্য গরমের ছুটি পড়ার কথা। কিন্তু তাপপ্রবাহের কারণে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর। তবে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিক। আবহাওয়া দফতর প্রায়ই ঝড়, বৃষ্টির আভাস দিচ্ছে। তা সত্ত্বেও ছুটি এগিয়ে আনা এবং অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা হবে কেন, এই প্রশ্নই তুলছে সংগঠন।