কলকাতা: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় জেরার মুখে প্রেসিডেন্সি জেলে সুপার৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে তলব করা হয়েছিল। শুক্রবার নির্দিষ্ট সময়েই সিবিআই দফতরে পৌঁছন তিনি। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে কেন্দ্রীয় আধিকারিকরা৷ কুন্তলের চিঠি প্রকাশ্যে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা কতখানি সেটাই খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল কী ভাবে জেলে বসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছিলেন, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা৷ কলকাতা পুলিশের পাশাপাশি চিঠি পাঠানো হয়েছিল নিম্ন আদালতের বিচারকের কাছেও। আদালত চত্বরে দাঁড়িয়ে বেশ কয়েকবার কুন্তল দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের বড় নেতাদের নাম বলানোর জন্য তাঁকে চাপ দিচ্ছে ইডি-সিবিআই। কলকাতা পুলিশ এবং বিচারকের কাছে চিঠি পাঠিয়ে একই দাবি করেন তৃণমূলের এই বহিষ্কৃত যুবনেতা। কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা তাঁর উপর অত্যাচার করেছেন বলেও অভিযোগ জানান। আর হেস্টিং থানায় এই অভিযোগ তিনি করেছিলেন প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমেই৷ কুন্তলের চিঠিকাণ্ডে প্রথম থেকই জেল সুপারের ভূমিকা নিয়ে সন্দিহান ছিল কেন্দ্রীয় সংস্থা। নিয়ম অনুযায়ী জেলবন্দি কোনও ব্যক্তি জেল কর্তৃপক্ষের মাধ্যমেই তার লেখা চিঠি প্রকাশ্যে আনতে পারেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>