শিক্ষকরা শুধুই ছুটির তাগাদা করেন, মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে বিতর্ক

আজ বিকেল: যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিতে যখন রাজ্যজুড়ে শিক্ষক বিদ্রোহের আবহ তৈরি হয়েছে, ঠিক তখনই শিক্ষকদের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ৷ সম্প্রতি, মেমারিক একটি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শিক্ষকদের সামনেই মন্ত্রী বলেন, ‘‘শিক্ষকরা এখন চাকরি করতে আসেন৷ স্কুলে আসতে না আসতেই বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু করেন৷’’ শিক্ষকদের সামনেই সমালোচনায় সরব হন

শিক্ষকরা শুধুই ছুটির তাগাদা করেন, মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে বিতর্ক

আজ বিকেল: যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিতে যখন রাজ্যজুড়ে শিক্ষক বিদ্রোহের আবহ তৈরি হয়েছে, ঠিক তখনই শিক্ষকদের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ৷ সম্প্রতি, মেমারিক একটি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শিক্ষকদের সামনেই মন্ত্রী বলেন, ‘‘শিক্ষকরা এখন চাকরি করতে আসেন৷ স্কুলে আসতে না আসতেই বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু করেন৷’’

শিক্ষকদের সামনেই সমালোচনায় সরব হন মন্ত্রী স্বপন দেবনাথ৷ মন্ত্রীর সমালোচনা শুনে শিক্ষকদের পাশে বসেই হাততালি দিলেন বিধায়িকা নারগিস বেগম৷ মেমারির বাগিলা পূর্ণ চন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের ৫০ তম বর্ষপূর্তি র মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, ‘‘এখন কিন্তু সবাই চাকরি করতে আসেন৷ কেউ শিক্ষকতা করতে আসেন না৷

ব্যক্তি জীবনে আমার পরিবার সবাই শিক্ষক৷ আমার বাবা-কাকা শিক্ষক৷ আমি একঘণ্টা আগে স্কুলে গিয়ে বাবাকে ক্লাসরুম ঝাঁট দিতে দেখেছি৷ কিন্তু, এখন বিদ্যালয় পরিষ্কার করার জন্য ১০০দিনের লোক লাগাতে হয়৷ এটাই দুর্ভাগ্য প্রতিষ্ঠানের৷ তখন শিক্ষকরা শিক্ষকতা করতেন৷ এখন কেউ শিক্ষকতা করতে আসেন না৷ চাকরিটাই মূল হয়ে দাঁড়িয়েছে৷ কখন বাড়ি চলে যাব, তা তাগাদায় থাকেন৷ মাস্টার এখন বাড়ি যাওয়ার জন্য তাগাদা করেন৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =