ক্রমশই শেয়ার পড়ছে টাটা মোটরসের। ১৬ জুন টাটা মোটরসের শেয়ারের দাম ৫ শতাংশেরও বেশি পড়েছে। বর্তমানে এই কোম্পানির শেয়ার ৬৭৩ টাকায় দাঁড়িয়ে। ব্রিটেন ভিত্তিক বিলাসবহুল সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) তাদের সর্বশেষ বিনিয়োগকারী উপস্থাপনায় ফ্রি ক্যাশ ফ্লো-এ দুর্বলতার সম্মুখীন হয়েছে। সংস্থা এ প্রসঙ্গে বেশ কয়েকটি ম্যাক্রো ঝুঁকির কথাও উল্লেখ করেছে।
জাগুয়ার ল্যান্ড রোভার সংস্থার তরফে জানানো হয়েছে যে তারা আশা করছে যে এই ফিনান্সিয়াল বছকে ফ্রি ক্যাশ ফ্লো “শূন্যের কাছাকাছি” থাকবে। তবে সংস্থা তার বিনিয়োগ পরিকল্পনা বা ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ৫-৭ শতাংশের মধ্যে EBIT মার্জিন বজায় রাখার লক্ষ্যে এগোচ্ছে তারা। কোম্পানিটি এও জানিয়েছে যে এন্টারপ্রাইজকে তার ইমেজ নতুন করে তুলতো হবে এবং এটি তাদের যাত্রার জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে বার্ষিক ১.৪ বিলিয়ন পাউন্ড সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ব্রিটিশ সহায়ক সংস্থাটি একাধিক বর্তমান এবং ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এগুলি তার লাভের উপর প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর ঘাটতি, অ্যালুমিনিয়াম সরবরাহজনিত সমস্যা, যুক্তরাজ্যে ক্রমবর্ধমান চুরি, মার্কিন শুল্ক, ব্যাটারি বৈদ্যুতিক যানবাহনে (BEV) রূপান্তর, নিয়মকানুন কঠোর হওয়া এবং গ্রাহকদের প্রত্যাশা পরিবর্তনের মতো উদ্বেগ।
সোমবার সকাল ১০টা নাগাদ, কোম্পানির শেয়ারের দাম ৬৭৭ টাকায় লেনদেন হয়েছে। এটি এনএসইতে শেষ বন্ধের চেয়ে ৫ শতাংশ কম। বছরের শুরু থেকে টাটা মোটরসের শেয়ারের দাম ৮ শতাংশ কমেছে।